পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- কলিকাতা 'orు)

  • তবে চলুন" বলিয়া, বরুণ পিতামহের হাত ধরিয়া নীচে নামাইতে লাগিলেন। যেমন সকলে নীচে নামিয়াছেন, পিতামহ কহিলেন, “ঐ যাঃ ! আমার জুতায় বিষ্ঠার মত আঠা আঠা কি লেগে গেল ! বরুণ । অত্যন্ত গা ধিন্‌ ধিন্‌ ক’রূচে ?”

বরুণ। এখানে বিষ্ঠা কেমন করে আসবে ? উপ। সাহেবট যে কাচ্চ বাচ্ছা সঙ্গে ক’রে এনেছে ; বোধ হয় উহাদেরই মধ্যে কেহ ত্যাগ ক’রে থাকৃবে। ব্ৰহ্মা । উপ, ঠিক ব’লছিস্ ; গুকে দেখতে বাবা । উপ তৎশ্রবণে উবু হইয়া বসিয়া কহিল “কৰ্ত্তাজেঠ। সাহেবের বিষ্ঠা ।” নারা। উপ! তুই মরে যা, তুই কি প্রকারে জান্‌লি সাহেবের বিষ্ঠা ? উপ। তা না হ’লে কি সাহেবপাড়ায় এসে বাঙ্গালীদের এই দ্রব্য ত্যাগ ক’রে যেতে সাহস হয় ? দেবগণ এখান হইতে চলিলেন । পিতামহ দুই এক পদ গমন করেন আর কহেন, “বরুণ আমার অত্যন্ত গা ধিন্‌ ধিন্‌ ক’চে, পা না ধুয়ে যে এক পাও চলিতে পারি নে।” এই সময়ে তাহারা দেখিলেন—মনুমেন্টের অদূরে একটি পুষ্করিণীর তীরে কতকগুলি গরু চরিতেছে । পিতামহ সরোবর দেখিয়া সেই দিকে চলিলেন এবং কহিলেন, “আঃ ! বাচিলাম, পা ধৌত করে এসে আপাততঃ বঁচি, তখন বাসায় গিয়া স্নান করিব । সকলে তীরে উপস্থিত হইলে পদ্মযোনি যেমন তাড়াতাড়ি ঘাটে নামিয়া পদ প্রক্ষালনের উদ্যোগ করিতেছেন, আমি একজন পাহারাওয়ালা ছুটিয়া আসিয়া নিষেধ করিল। ব্ৰহ্মা। বরুণ ! এ কি । যাদের দেশ, যাদের মাটি, যাদের জল, তাদের জলে নামিয়া হস্ত পদ ধৌত করিবারও अ$िकाब नाई !! আহা ! তবে আমার ভারতবাসীর মুখ কৈ ? আমার ভারতসন্তান দেখিতেছি ইংরাজাধিকারে সকল বিষয়েই পরাধান ! ইহাদের জলটুকু