কলিকাতা む○● আয়, খাসা চলছে , হঠাৎ শোনা গেল ফেল হয়েচে, অংশীদারগণ ও মুছুদ্ধি মহাশয় গালে হাত দিয়ে কাদছেন । এইরূপ গল্প করিতে করিতে র্তাহারা বাসায় যাইয়া উপস্থিত হইলে পিতামহ কহিলেন, “উপ ! বাবা একতাল গোময় আন, সৰ্ব্বাঙ্গে মেখে স্নান করে শুদ্ধ হয়ে তবে ঘরে ঢুকি " উপ তৎপ্রবণে গোময় আনিয়া দিলে পিতামহ স্বয়ং মাখিয়া স্নান করিয়া এবং বিনাম জোড়াটকেও স্নান করাইয়া গৃহে প্রবেশ করিলেন । i দেবগণের বাসার সন্নিকটে কতকগুলো বকাটে ছেলে একত্র হইয়। বাসা করিয়াছিল। তাহারা সমস্ত দিন গান করিত, তাস পাশা খেলিত । তাহাদের গলার “হে হো” শব্দ শুনিয়া উপ চুটিয়া গেল এবং দু চার মিনিটের মধ্যে তাহাদের সহিত দিব্য সদ্ভাব করিয়া লইল । ঐ বালকগণের সহিত উপর এমন আলাপ হইল যে, দেবগণ অনু্যন পাচশত বার ডাকিলেন তথাপি সে উঠিয়া আসিল না । শেষে নারায়ণকে নিজে গিয়া ডাকিয়া আনিতে হইল। " দেবগণের ক্ষুধা ক্রমে মন্দা হইয়৷ অসিতেছিল, তজ্জন্ত রজনীতে কেহ আর অল্প আহার করেন না, জলযোগ করিয়াই কাটান। বরুণ পিতামহের হস্তে নানাবিধ মিষ্টান্ন দিলেন ; কিন্তু তিনি “গজ খাবে” “গঙ্গা খাবে* বলিয়া অধিকাংশ তুলিয়া রাখিলেন এবং যৎসামান্ত গালে দিয়া একটু জল খাইয়া শয়ন করিলেন । শয়নমাত্রেই নাসিক্যধ্বনি হইতে লাগিল । পিতামহ নাসিক্যধ্বনি করিয়া নিদ্র। যাইতেছেন । তাহার নিকটে বসিয়া অপর দেবগণ গল্প করিতেছেন । পদ্মযোনির মধ্যে মধ্যে নিদ্রাভঙ্গ হইতেছে, কোন গল্পই শুনিতেছেন না, অথচ "য়্যা” “উঃ” শব্দে সায় দিতেছেন । বরুণ। দেখ দেবরাজ, এই কলিকাত সহরে দেখিবার উপযুক্ত অনেক অদ্ভূত লুকোচুরি আছে ; কিন্তু সে সব দেখাইলে হয় ত পিতামহ
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।