જૂથન્ય দেবগণের মর্ত্যে আগমন জল হইতে উঠিয়া পিতামহ চতুর্দিকে চাহির্তে চাহিতে কহিলেন “বরুণ ! এ ঘাটটা কাহার ? ঘাটের নাম কি?” : বরুণ । এ ঘাটের নাম জগন্নাথের ঘাট হইয়াছে। বৃন্দাবনে যে । লালাবাবুর বিষয় আপনাকে বলিয়াছি, এই জগন্নাথের ঘাট ও দেবমুৰ্ত্তি র্তাহারই প্রতিষ্ঠিত । লালাবাবু পাকপাড়ার রাজবংশে জন্মগ্রহণ করেন । দেবগণ বাসায় আসিয়া আহার করিলেন । এই সময় গোলাপ ফুলের রং কুসুমফুলের রং বলিয়া রাস্তা দিয়া হাকিয়া যাইল। আহারান্তে কিঞ্চিৎ বিশ্রাম করিয়া সকলে নগর ভ্রমণে বহির্গত হইলেন। তাহারা লালদীঘির ধার দিয়া বেটিং ষ্ট্রীট দেখিতে দেখিতে একটা মসজিদের নিকট উপস্থিত হইলেন। ইন্দ্র কহিলেন, “বরুণ! সম্মুখে দেখা যাইতেছে—ওটা কি ?” বরুণ। ইহার নাম টিপু সুলতানের মসজিদ এই মসজিদটীর মেজে প্রস্তর নিৰ্ম্মিত । এই মসজিদে অনেক মুসলমান ভজনা করিয়া থাকে । ইন্দ্র । টিপু সুলতান কে ? 歌 বরুণ। ইনি হাইদারাবাদের নবাব হাইদার আলির পুত্র। রাজপ্রতিনিধি লর্ড করণওয়ালিসের সময় ইহার সহিত ইংরাজদিগের যে যুদ্ধ হয়, তাহাতে ইনি পরাস্ত হইয়৷ সন্ধি করেন। ঐ সন্ধিতে ইহাকে অৰ্দ্ধেক রাজ্য, যুদ্ধের খরচ তিন কোট টাকা এবং দুটি পুত্রকে বন্ধকম্বরূপ রাখিতে হইয়াছিল। ঐ পুত্রের ইংরাজের নিকট অবরুদ্ধ থাকিয়া টালিগঞ্জে বাস করিতেন । এই মসজিদটী তাহারাই নিৰ্ম্মাণ করিয়া পিতার নামানুসারে নাম করণ করিয়াছেন । ইন্দ্র। লর্ড করণওয়ালিস কিরূপ ভারতশাসন করিয়াছিলেন ? বরুণ। ইনি দৃঢ়তা ও তেজস্বিতার সহিত শাসন করিয়া ভারত সাম্রাজ্যে অনেকটা সুবন্দোবস্ত করিয়া দিয়া যান । এই মহাত্মা সরকারী কৰ্ম্মচারীদিগের কুব্যবহার দূর করিয়াছিলেন। তৎকালে কোম্পানীর
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।