পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@8o দেবগণের মৰ্ব্যে মাগমন কোন স্থানে গাড়ী ঘোড়ার নিলাম হইতেছে । দ্ধেরগণ রাস্তায় "ইয়" যে দিকে চাহেন, দেখেন—কেবল ঘোড়া ও ঘোড়ার গাড়ী । উপ। বরুণ-কাকা এখানে কি কলে ঘোড়া প্রস্তুত হয় ? নারা । বরুণ ! এ দোকানটির নাম কি ? বৰুণ । ইহার নাম কুক লাহেবের আড়গড় । এই স্থানে গাড়ী ঘোক্ষা বিক্রয় হয় ও ভাড়া পাওয়া যায়। কলিকাতারমধ্যে এই কোম্পানী গাড়ী: প্রধান সদাগর। ইহঁাদের একটা কারখানা আছে, সেখানে গাড়ী প্রস্তত হইতেছে। এখানে অষ্ট্রেলিয়া দেশ হইতে ঘোড়ার আমদানী, হইয়া থাকে । এই সময়ে একটা ঘোড়া আড়গড়া হইতে রসি-রসা ছিড়িয়া বাহিরে আসিয়া চারি পা তুলিয়া লাফাইতে লাগিল । বরুণ দেখিয়া পিতামহের হাত ধরিয়া “পলয়ে আমুন” বলিয়া একদিকে ছুটিয়া পলাইলেন। উপ র্তাহার কথা না শুনিয়া রাস্তায় দাড়াইয়া দেখিতে লাগিল ; শেষে ঘোড়াটা নিকট দিয়া যেমন ছুটির গেল, উপ অমনি ধূলায় পড়িয়া “বাপরে মারে” শব্দে চীৎকার করিতে লাগিল । নারায়ণ তাহার উপর দুই চারি স্বী প্রহার করিয়া কছিলেন, “যেমন কথা শুনিসনে—বেশ হয়েছে। ঐ ঘোড়া তোর উপর দিয়া চলিয়া গেলে, ংব লাথি মারিলে তুই কি আস্ত থাকৃতিস্ ?” ব্ৰহ্মা। এ স্থানে আর না, বরুণ ! পলাই চল । বরুণ ৷ পলাইবার আবশুকতা কি ? এখানে কি কেহ আসে না ? তবে সাবধান হয়ে চলা উচিত । সাবধানের মার নাই, আহম্মক লোকের। এখানে আসিলে মারা পড়িতে পারে । ইন্দ্র । এখান হইতে একখানি গাড়া ভাড়া করিয়া একদিন সহর ভ্রমণ করিলে হয় ! বরুণ। হানি কি ? ১৬ টাকা খরচ করিলে একখানি ফেটিং কিংব।