পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা 6 8S চেরেটে বলিয়া ভ্ৰমণ করিতে পার। অতিরিক্ত খরচ করিলে চারি ঘোড়ার, গাড়ীতে ভ্ৰমণ করিবার অনুমতি আছে। - ব্ৰহ্মা । অতিরিক্ত খরচ করিয়া চারি ঘোড়ার গাড়ী ভাড়া করে, এমন বোকা কি বাঙ্গালীর মধ্যে আছে ? . এখান হইতে সকলে বেটিং ষ্ট্রীটে যাইয়া ডিঃ গুপ্তের ঔষধালয়ের নিকট উপস্থিত হইলে বরুণ কহিলেন “এই ঔষধালয়টি দ্বারকানাথ গুপ্ত নামক এক ব্যক্তির। ইহার পুরাতন জরেব ঔষধ বড় উৎকৃষ্ট । ঐ ঔষধ বিক্রয় দ্বারা ইনি যথেষ্ট টাকা উপার্জন করিয়াছেন। ডিম্পেন্সারির উপরে হোটেল। দেবগণ এই রাস্তার উভয় পার্শ্বে সারি সারি জুতার দোকান দেখিতে দেখিতে চলিলেন । দেবরাজ একটি দোকান হইতে পক্ষিরাজ ঘোড়ায় চড়িবার জন্ত এক জোড়া রাইডিং বুট খরিদ করিয়া লইলেন এবং উপকে এক জোড়া জুতা কিনিয়া দিলেন। বরুণ কহিলেন, “এখানকার জুতা বিক্রেতার, বোক ও চতুর দেখিয়া, জুতার মূল্য কম বেশী করিয়া লইয়া থাকে ৷” 4. যেমন সকলে জুতা খরিদ করিয়া দোকানের বাহিরে আসিয়াছেন, উড়ে বেহারীরা চতুৰ্দ্দিকৃ হইতে আসিয়া তাহাদিগকে এমটি হাউসে যাইবার জন্ত উপরোধ করিতে লাগিল । ব্ৰহ্মা। বরুণ উড়ে পাণ্ডারা কি বলে ? এখানে কি কোনদেবালয় আছে ?: বরুণ। আপনি চলুন, ও দেবালয় আমাদের নহে। নারা। বরুণ ! উহার কোথায় যাইতে বলে ? বরুণ তৎশ্রবণে নারায়ণের কানে কানে কত কি বলিতে লাগিলেন। নারায়ণ যত শুনেন "য়্যাঃ ” “উ ” শব্দে সবিস্ময়ে প্রশ্ন করেন ও হাস্ত করেন। উপ কিছুই বুঝিতে পারিল না, কেবল এক দৃষ্টে নারায়ণের মুখের দিকে চাহিয়া রহিল। পিতামহ ফিরিয়া দাড়াইয়া:কহিলেন, “তোমরা কি গল্প কবৃচে ?” -