ત8ર দেবগণের মর্ত্যে আগমন
- ও আর আপনার শুনিবার প্রয়োজন করে না” বলিয়া সকলে. যাইয়া একটা বৃহদাকার দোতলা বাড়ীর নিকটে উপস্থিত হইলেন। বাড়ীটির চতুর্দিকে প্রাচীর বেষ্টিত। যখন সকলে একদৃষ্টি বাড়ী দেখিতেছেন উপ যাইয়া তাড়াতাড়ি প্রস্রাব করিতে বসিল । যেমন সে প্রস্রাব করিয়া উঠিয়াছে, অমনি দুই দিক হইতে দুইজন কনেষ্টবল আসিয়া তাহাকে ধৃত করিয়া লইয়া চলিল ।
দেবগণ এ ঘটনা অবগত নহেন, তঁাচার বাড়ীই দেখিতেছেন এবং বরুণ কহিতেছেন "ইহার নাম লাল বাজার পুলিস ” এই সময়ে উপ চাৎকার করিয়া কাদিয়া কহিল, “ঠাকুর কাকা । রাজা কাকা । কৰ্ত্তাজেঠা ! বরুণ কাক ! শীঘ্ৰ আসিয়া আমাকে রক্ষা কর, কোথায় ধরে নিয়ে যাচ্ছে।” উপর ক্রনীনে সকলে কি ! কি ! শব্দে ছুটয় গিয়া সবিশেষ অবগত হইলেন পাহারাওয়ালাদিগকে র্তাহারা কত বিনয় করিয়া বলিলেন; কত জল খাবার দিতে চাহিলেন, কিন্তু কিছুতেই তাহারা পরিত্যাগু করিল না, ধরিয়া লইয়। চলিল । বরুণ। উপ! তোর ভয় নাই ; যেখানে নিয়ে যাকু না, আমরাও তোর পশ্চাৎ পশ্চাৎ যাইতেছি । নারা । বরুণ ! উপ’র দশা কি হবে ? বরুণ। হবে আর কি—বড় জোর দুই চারি আনা জরিমান । দেবগণ এখান হইতে পুলিসের নিকট যাইয়া দেখেন—মহা-ধুমধাম, যেন শ্রাদ্ধবাড়ী । অসংখ্য খঞ্জ, কাণ ফিরিঙ্গি বসিয়া দরখাস্ত লিখিয়া দিয়া পয়সা উপার্জন করিতেছে। উকীলেরা ঘুরে ঘুরে বেড়াইতেছে। দেবগণ উপ’র উদ্ধারের জন্ত এই স্থানে পয়সা খরচ করিয়া একখানি দরখাস্ত লিখাইয়া লইলেন । তৎপরে সকলেই ভিতরে প্রবেশ করিলে বরুণ কহিলেন “দেখ দেবরাজ ! ঐ যে পূৰ্ব্ব দিকের বাড়ী দেখিতেছ, উহার উপর পূৰ্ব্বে লক্ হাসপাতাল ছিল।” -