Q 8W2 দেবগণের মর্ত্যে আগমন দেবগণ দাড়াইয়া অনেক মকদ্দমা দেখিলেন, তন্মধ্যে অধিকাংশ বেশু সংক্রান্ত ব্যাপার। আসামীদের অধিকাংশ ভদ্রসস্তান । কোনও বেগুণ খোরাকীর দাবী দিয়া নালিশ করিয়াছে ; কেহ চুরীর দাবী দিয়াছে ; কেহ দাঙ্গাহাঙ্গামার জন্ত নালিশ করিয়াছে ইত্যাদি ইত্যাদি । দেবগণ অপর গৃহে প্রবেশ করিয়া দেখেন—আর একজন ম্যাজিষ্ট্রেট বিচারাসনে বসিয়া বিচার করিতেছেন। নিকটে দাড়াইয় একটী বেগু! কাদিতে কঁাদিতে কহিতেছে, “হুজুর । আমি কোন অপরাধ করি নাই, তবে কি কারণে পুলিসের লোক যাইয়া আমার হাজার, বার শত টাকা আন্দাজের গহনাপত্র লইয়া গেল এবং অন্ত বেলা দশটার সময় হুজুরের নিকট হাজির হইতে কহিল ?” ম্যাজিষ্ট্রেট তৎশ্রবণে পুলিসকে ডাকিয়া জানিলেন, তাহার কেহ এ কাজ করে নাই। তখন অনুসন্ধানে স্থির হইল, জুয়াচোরের পুলিস সাজিয়া এই কাজ করিয়াছে। বেণ্ড তৎশ্রবণে কঁদিতে কঁদিতে মুছিত। হইল। পরে আদালত হইতে জুয়াচোর ধরিয়া দিবার পুরস্কার ঘোষণা হইলে, বেগু চক্ষু মুছিতে মুছিতে প্রস্থান করিল। যাইবার সময় বলিয়৷ গেল, “অনেক ছেলের মাথা খেয়ে গহনাগুলি ক’রেছিলাম, জুয়াচোর বেটার। আমার মাথা থেলে ।” এখান হইতে যাইতে যাইতে ইন্দ্র কহিলেন “বরুণ । ঐ যে সাহেবের স্ত্রী পুত্ৰ লইয়া বাস করিতেছে, উহার কারা ?” বরুণ। উহারা বিলাতী কনেষ্টবল। উহার এই স্থানে বাস করিয়া থাকে। এই কনেষ্টবলের প্রত্যেক ইংরাজপল্লীতে, বিশেষতঃ লালবাজারের মোড়ে, আর ইংরাজপল্লীর মধ্যে যেখানে যেখানে মদের দোকান আছে তথায় ও প্রত্যেক ব্যাঙ্কে এক একজন করিয়া পাহারা দিয়া থাকে। এখান হইতে দেবগণ বাহিরে আসিলেন । বাহিরে আসিয়া দেবরাজ
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।