পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা (t8న বরুণ তৎপ্রবণে দেবগণকে লইয়া ভিতরে প্রবেশ করিলে তাহার, বন্দুকাদি দেখিতে লাগিলেন। উপ চঞ্চল স্বভাব প্রযুক্ত একবার এ বন্দুক একবার ও বন্দুক ধরিতে লাগিল। হঠাৎ সে যেমন একট হাওয়ার বন্দুকে হস্তার্পণ করেছে, অমনিবন্দুকটর আওয়াজ হইয়া একট বেল লণ্ঠন ফাটিয়৷ গেল। উপ তখন ভয়ে কঁাপিতে লাগিল । নারায়ণ উপকে তিরস্কার করিয়া কহিলেন, “তো ছোড়ার কি সকল জিনিসেই হাত না দিলে নয় ? তোকে সঙ্গে করিয়া আন আমাদের অন্যায় হইয়াছে।” বলিয়া সেই ফাট লণ্ঠনট ও একটা ডবল ব্যারেল বন্দুক খরিদ করিয়া লইয়া বহির্গত হইলেন । বাহিরে আসিয়া দেবরাজ কহিলেন *বরুণ ! এ দোকানটীর নাম কি বলিলে—রড কোম্পানীর বন্দুকের দোকান ?” বরুণ। ই ভাই ! পূৰ্ব্বে এই দোকান উক্ত কোম্পানীর ছিল, অস্কাপি সেই নামেই চলিতেছে, ফলতঃ এক্ষণে দোকানটা হামিণ্টন কোম্পানী খরিদ করিয়া লইয়াছেন। ‘ এখান হইতে সকলে ডেলহাউন্সি স্কোয়ারের উত্তরাংশের রাস্তার উত্তরদিকে এক স্থানে উপস্থিত হইলে পিতামহ কহিলেন, “বরুণ! সম্মুখের এ বৃহৎ বাড়ীটি কি ? এখানে এত ঘোড়া পান্ধি কেন ?” বরুণ । বাড়ীটির নাম রাইটার্স্ বিল্ডিং। ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর শাসনকালে এই বৃহদাকার বাড়ীটি প্রস্তুত হয়। এ বাট প্রস্তুত হইবার কারণ, তখন এ দেশে কেরাণী পাওয়া যাইত না ; এজন্ত বিলাত হইতে কেরাণী আমদানী করা হইত। সেই সমস্ত কেরাণীর বসবাসের জন্ত এই বাট প্রস্তুত হওয়াতে রাইটার্স বিল্ডিং অর্থাৎ কেরাণীখানা নাম হইয়াছে। এক্ষণে এই বাটতে একৃজিকিউটভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ারের আফিস আছে। তম্ভিন্ন পূৰ্ব্বে এই বাড়ীতে রেলওয়ে কন্দলটিং ইঞ্জিনিয়ার, এজেণ্ট আফিস, অডিট আফিস, চিফ ষ্টোর