পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ (ro দেবগণের মর্ত্যে আগমন কিপার আফিস, ষ্টেসনরি আফিস, ক্যাস আফিল এবং চিফ পে মাষ্টারের আফিস প্রভৃতি কতগুলি আফিস ছিল। এক্ষণে রেলওয়ে কোম্পানী নিজ বাট প্রস্তুত করতে তৎসমুদায় আফিস উঠয় গিয়াছে। এখানে বিস্তর কেরাণী কাজ কৰ্ম্ম করিয়া থাকে । তাহাদিগকে বহন করিয়া আনিবার জন্তই এই সমস্ত গাড়ী পান্ধি রহিয়াছে। এখান হইতে এক স্থানে যাইয়া উপস্থিত হইলে বরুণ কহিলেন, “দেবরাজ সন্মুখে দেখ গবর্ণমেণ্টের নুতন বাড়ী । পুৰ্ব্বে বেঙ্গল সেক্রেটরিয়েট প্রভৃতি কয়েকট অফিস চৌরঙ্গী রাস্তার ধারে একটা ভাড়াটে বাড়ীতে ছিল। এক্ষণে গবর্ণমেণ্ট রাইটাসবিলুডিংয়ের উত্তরাংশে এই তিনট প্রশস্ত বাড়ী নিৰ্ম্মাণ করিয়া রেভিনিউ বোর্ড, এবং বেঙ্গল সেক্রেটরিয়েট আফিস উঠাইয়া আনিয়াছেন। ইন্দ্র। বেঙ্গল সেক্রেটরিয়েট আফিসে কি কাজ হয় ? বরুণ। বাঙ্গালার মধ্যে যত বিচারালয় আছে, এখানে তৎসংক্রান্ত সমস্ত হিসাব পত্র প্রস্তুত হইয়া থাকে। এখানেও বিস্তর কেরাণী কাজকৰ্ম্ম করিতেছে। মফঃস্বলের বিধাতা মাজিষ্ট্রেট মহোদয়দিগের বদলি, বাহাল ও বেতন বৃদ্ধি প্রভৃতির কার্য্যও এই স্থানে হইয়া থাকে। গ্রীষ্মকালে ছোট লাটের সহিত এই আফিসের অৰ্দ্ধেক আন্দাজ দারূজিলিঙে যায়। নারা । কেন ? আফিস গুলোরও কি গরম বোধ হয় ? বরুণ। কাজে কাজেই । আফিসের কর্তা যখন গরমে ছটু ফটু করিতে থাকেন, তখন আফিস কিরূপে ঠাণ্ডা থাকে ? ফল কথা, আফিস আদালত রাজপুরুষদিগের সঙ্গে সঙ্গে না থাকিলে কাজ চলে না । ইহাদের শয়ন ভোজন উপবেশনের স্থায় আফিসটাও সঙ্গে সঙ্গে থাকা চাই । ব্ৰহ্ম । আচ্ছা—দারূজিলিং ন যাইয় গ্রীষ্মের কয়েক মাস বিলাত যাইয় অবস্থিতি করিলে ত রাজপুরুষদিগের শরীর আরও ভাল থাকে। বরুণ । এখানে না আসিলেও ত হয় ।