পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা ¢¢ዓ অন্তান্ত কারবারের দ্বারা বৃদ্ধি করিয়া দেন। ইহা ভিন্ন এই কোম্পানী চাউল, ধান, গম, পাট, কাষ্ঠ প্রভৃতি বিলাতে ও অন্যান্ত স্থানে চালান দিয়া থাকেন। সময়ে সময়ে দুভিক্ষ হইলে গবৰ্ণমেণ্ট ইহঁাদিগকে চাউল খরিদ করিবার এজেণ্ট নিযুক্ত করেন। গত মাদ্রাজ দুর্ভিক্ষের সময় ইছারাই গবর্ণমেণ্টে চাউল সরবরাহ করিয়া যথেষ্ট টাক) লাভ করিয়াছিলেন । উপ। বরুণ কাকা! তুমি য’ল্লে, ইহারা বিলাতে চাউল ও কাষ্ঠ চালান দেন। ভাল বরুণ কাক ! সাহেবেরা কি ভাত খায় আর ম’লে কি তাহাদিগকে পোড়ায় ? বরুণ । ওরে উপ। সাহেবের মাছের ঝোল ভাত খায়, এ কি তুই জানিস নে ? দেবরাজ, ওদিকে দেখা যাহতেছে জার্ডিনস্কিনার কোম্পানী নামক একটী বিলাতী সদাগরের অফিস । ইহারা ও কলিকাতার মধ্যে প্রধান সদাগর। এই কোম্পানী বিলাতী দ্রব্যাদি আমদানি করিয়া এখানে বিক্রয় করিয়া থাকেন এবং এখান হইতে চাউল, তিসি, গম, তুলা, পাট প্রভৃতি বিলাতে চালান দেন । পুৰ্ব্বে ইহার একটা ভাড়াটে বাড়ীতে বাস করিতেন, এক্ষণে ৩৪ লক্ষ টাকা ব্যয়ে evবারুমল্লিকের জমীতে এই সত্ত্বে বাট প্রস্তুত করিয়াছেন যে, বিশ বৎসর বিনা ভাড়ায় বাস করিবেন, তৎপরে পাঁচ শত টাকা মাসিক ভাড়া দিবেন। এক্ষণে বাড়ীটি ভাড়৷ দিলে মাসিক তিন চারি হাজার টাকা আয় হইতে পারে। ঐ বাড়ীটি সৰ্ব্বসমেত তিন তাল। । এখানেও অনেক বাঙ্গালী কাজ কৰ্ম্ম করিতেছেন। গবর্ণমেণ্ট যেমন পুরাতন কৰ্ম্মচারীকে পেন্সন দেন, ইহঁবাও সেইরূপ বিশ বৎসর কাজ করিলে পুরাতন ভূত্যকে বৃত্তি দিয়া থাকেন এবং পুজার সময়ে ভূতাদিগকে এক মাসের বেতন অগ্রিম ও দুহ মাসের বেতন পুরস্কার দেন। ব্ৰহ্মা ৷ ইহঁরো অতি ভদ্রলোক দেখিতেছি । আচ্ছা—উহার ওদিকের বাড়ীটি কি ? বরুণ। ফিনলেমিওর কোম্পানী । চাপদানার চটের কল উছাদেরই।