○ Qb〜 দেবগণের মর্ত্যে আগমন ওদিকে দেখা যাইতেছে এও ইউল কোম্পানী। উহার অনেক দ্রব্যাদি বিলাত হইতে আমদানী করেন এবং এখান হইতে নানাপ্রকার দ্রব্যাদি বিলাতে চালান দেন । বাউড়ে নামক স্থানের স্থতার কল উহঁদেরই। এখান হইতে সকলে যাইতে যাইতে বরুণ কহিলেন, “দেবরাজ ! সম্মুখে দেখ টম্বাকু কোম্পানী । ইহার গ্রীসদেশীয় সদাগর। ইহার বিলাত হইতে দ্রব্যাদি আমদানি করিয়া এখানে বিক্রয় করে এবং এখান হইতে চাউল, পাট, গম, তুলা, প্রচুর পরিমাণে ক্রয় করিয়া বিলাতে চালান দেয় ।” ব্ৰহ্মা । পাট চালান দেয় কেন ? বরুণ। সেই সমস্ত পাটে তুলা মিশ্রিত করিয়া স্থত। প্রস্তুত হয় এবং সেই স্থতার বিলাতী কাপড় এদেশে আসিয়া লোকের লজ্জা নিবারণ করে । ইন্দ্র । প্রধান খাদ্যদ্রব্য চাউলট। এদেশ হইতে বেশীমাত্রায় চালান যায় শুনিয়া বিশেষ দুঃখিত হইলাম। বোধ হয় .এই কারণে মধ্যে মধ্যে দেশে বড় অল্পকষ্ট হইয় থাকে। - বরুণ। এদেশে অন্নকষ্টট প্রায় চিরদিন আছে, মহার্ঘ খেয়ে খেয়ে লোকের একপ্রকার সহ হইয়া গিয়াছে। এত সহ হইয়াছে যে, লোকে এক্ষণে আর অজন্ম। ভাল বুঝিতে পারে না। তবে যে বৎসর বেশী মার্থ হয়, চতুৰ্দ্দিকে হাহাকার পড়ে, সেই বৎসর অকাল জানিতে পারে । আহা ! অদ্যাপি এদেশে যে প্রকার চাউল ধান জন্মে, যদি সমস্তই এদেশে থাকিতে পাইত, চৌদ্দ বৎসর উপর্যুপরি বারিধর্ষণ না হইলেও ভারতে অন্নকষ্ট হইত না । পুৰ্ব্বে পুৰ্ব্বে অজন্মার বৎসরেও লোকে এক টাকার চাউল কিনিয়া ঘরে রাখিবার স্থান পাইত না ; কিন্তু এক্ষণে স্বজন্মার বৎসরে লোকে এক টাকার চাউল কিনিয়া কেঁাচার খুটে বাধিয়া আনিতে পারে ; এক্ষণে ক্রমান্বয়ে দুই বৎসর আকাল হইলে বোধ হয় বিলাত পৰ্য্যন্ত হাহাকার শব্দ উখিত হইবে । সাহেবেরা ভাত খাইতে শিখিয়া নিজেরাও মরেছেন,
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।