পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা 66న বাঙ্গালীদেরও মেরেছেন । কিন্তু দুঃখের বিষয়, লোকে আকালের প্রকৃত কারণ বুঝে না, কেবল বলে—দেবতাদিগের কেমন কুদৃষ্টি পড়িয়াছে, ভারতবাসীর আর কিছুতেই মুখ নাই। নারা । দেবতাদিগের অপরাধ ? তাহার কি আসিয়া বাবুদের জন্ত স্বহস্তে লাঙ্গল চষিবেন, কাপড় বুনিবেন ? এখান হইতে র্তাহার একটা বাজারের মধ্যে প্রবেশ করিয়া দেখেন— রাস্তার উভয় পাশ্বে অসংখ্য দোকানশ্রেণী । কোন কোন দোকানে কাগজ কলম বিক্রয় হইতেছে, কোন কোন দোকানে বাঙ্গালা ও ইংরাজী পুস্তক সকল বিক্রয় হইতেছে ; কোন কোন দোকানে কাচ ও গ্লাসের দ্রব্য, সাহেব ও বিবিদিগের পরিধেয় নানাপ্রকার স্থত। রেশম ও পশমের বস্ত্রাদি বিক্রয় হইতেছে ; কোন কোন দোকানে খেলনা দ্রব্য, কাষ্ঠের গড়ন, খাট, চেয়ার, বাক্স প্রভৃতি বিক্রয় হইতেছে ; কোন দোকানে সাহেবদের খাদ্যদ্রব্য ও মদ এবং ছুরি, কাচী, বন্দুক ও লোহার দ্রব্যাদি বিক্রয় হইতেছে । . উপ। দোকানী বেটাদের জ্বালায় কোন দিকে চেয়ে দেখবার যে নাই । তাহ’লে “কি চাই কি চাই” শব্দে চীৎকার করে । নারা । বাজারটার নাম কি বরুণ ? বরুণ। এই বাজারের নাম পুরাতন চীনে বাজার । এই বাজারই বড় বাজারের দক্ষিণ ও রাধাবাজারের উত্তর । এ বাজারটা প্রকৃত বাজার নহে ; কেবল রাস্তার উভয় পাশ্বে দোকান শ্রেণী । বাজারটা একজনের সম্পত্তি নহে, ইহার অনেকগুলি অধিকারী আছে । তন্মধ্যে অধিকাংশেরই ৪৷৫ হাত দীৰ্ঘে প্রস্থে এক একটী ঘর আছে। কিন্তু এখানকার এক একটি ঘরের এত উচ্চ ভাড়া যে, সেই বরের অধিকারীর ঐ উপসত্ত্বে সুন্দরব্রুপে দিনপাত হইয়া থাকে। সুতরাং দোকানীকেও বিক্রের দ্রব্যের উপর ঘরভাড়াটা চাপাইয়। তবে লাভ করিতে হয় ; নচেৎ খরচ পোষায় না। যদিও এ