পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা ©ᏄᎼ করায় আমার দুঃখ দেখ না, পথে এসে লোক ডাকৃছি, তবু কেহ আসছে না।” - এই সময় কতকগুলো বেগু টয় পার্থী হাতে গঙ্গামানে যাইতেছিল দেখিয়া, মাঝি কহিল, “মুখী এর ; কোম্পানী বাহাদুর কলে কতকগুলো মাগী বানাতে পারেন, তাহলে এরা জব্দ হয়।” বেণ্ডার তৎশ্রবণে “তুমি সুনীকে ডুবি হয়ে মর—“ বলিয়া বাপান্ত করিতে করিতে চলিয়া গেল। এদিকে উপ ঘাটে ছুটাছুটি করিয়া যে স্নান করিতে আসে, তাহার নিকটে যাইয়। চীৎকার করিয়া কহে ওগো তোমরা সাবধান হ’য়ে স্নান করে, ঘাটে জুয়াচোরের উপদ্রব হয়েছে।” উপ এইরূপ করিয়া জুয়াচোরদিগের বিস্তর ক্ষতি করিল ; কারণ, সকলেই সতর্ক হইয়া স্নান করিতে লাগিল। কেহ কেহ বা উপকে দ্রব্যাদি রক্ষা করিতে দিয়া জলে নামিল । জুয়াচোরের দল দেখিল, ছেলেট বিস্তর ক্ষতি করিতেছে, তখন গোপনে ডাকাইয়া কহিল,“তোমূর কি হারাইয়াছে বল ? আদায় করিয়া দিতেছি।” উপ তৎশ্রবণে রেপার হারাইয়াছে বলায় তাহার সঙ্গে করিয়া এক স্থানে লইয়া যাইল এবং অপহৃত দ্রব্যের মধ্য হইতে তাহার রেপারখানি বাহির করিয়া দিল । উপ তখন রেপার গাত্ৰে দিয়া হাসিতে হাসিতে বাসায় গিয়া উপস্থিত হইল । দেবগণ আশ্চৰ্য্যান্বিত হইয়া কহিলেন, “উপ ! তুই কি ক’রে রেপার পেলি ?” তখন উপ যে উপায়ে রেপার আদায় করিয়াছে, সবিশেষ ভাঙ্গিয় বলিলে তাহারা তাহাকে বাহব দিতে লাগিলেন । আহারাদি করিয়া কিঞ্চিৎ বিশ্রামের পর দেবগণ নগরভ্রমণে বাহির হইলেন । এই সময় তাহাদের পশ্চাৎ পশ্চাৎ হাকিতে হাকিতে যাইল— “ছুরি চাই, কাচি চাই” ইত্যাদি। র্তাহারা নগরের রাস্তা ঘাট দেখিতে দেখিতে একট পুস্তকালয়ের নিকট উপস্থিত হইলে নারায়ণ কহিলেন, “বরুণ ! এ দোকানটা কি ?” # বরুণ। ইহার নাম থাকা স্পিঙ্ক কোম্পানীর পুস্তকের দোকান।