¢ዓ8 দেবগণের মর্ত্যে আগমন বরুণ। কোন ভয় নাই, আপনি ভিতরে আসুন। এই রাজপ্রাসাদের চারিট ফটক আছে, প্রত্যেক ফটকেই এইরূপ পাহার দিতেছে। ভিতরে প্রবেশ করিয়া পিতামহ যে দিকে চাহেন, দেখেন, দলে দলে পুলিস কনেষ্টবলগণ ফিরিতেছে। তিনি তদৃষ্টে কহিলেন, “বরুণ! এখান হইতে পলায়ন বিধেয় ; কারণ, জানি কি—যদি অপমানিত হই ।” বরুণ। আপনার কোন ভয় নাই, যখন ছোট দেওয়ান সঙ্গে করিয়া আনিয়াছেন, তখন ভয় কি ? ইন্দ্র। বরুণ ! এই যে প্রথম তালা ফ্লোরের উপর রহিয়াছে, ঐ ফ্লোরগুলি কি সুন্দর ! ফ্লোরের সুন্দর স্বন্দর দরজ ও জানাল বসাইয়া দেওয়ায় আরো সুন্দর দেখাইতেছে। এই স্থানে কি হয় বরুণ ? বরুণ। এই স্থানে সেক্রেটারী আফিস, এডিকংদিগের আফিস এবং ছোট দেওয়ানের আফিস আছে। দেবগণ এক একটা করিয়া আফিস দেখিয়া ঘরগুলি দেখিতে লাগিলেন। প্তাহার দেখেন—ঘরগুলি নানাবিধ আসবাবে পরিপূর্ণ। এখান হইতে সকলে উপর তালা দেখিতে চলিলেন । সিড়ির নিকট যাইয়া সকলে উপরে উঠবেন কি সারি সারি স্বন্দর প্রতিমূৰ্ত্তি টাঙ্গান রহিয়াছে, তাহাই আশ্চৰ্য্যাম্বিত হইয়া দেখিতে লাগিলেন। বরুণ কহিলেন, “এই সকল প্রতিমূৰ্ত্তি ভারতের যাবতীয় স্বাধীন রাজার ” ব্ৰহ্মা। ম্য। এগুলি প্রতিমূৰ্ত্তি ! আমার ত প্রকৃত মূৰ্ত্তি বলিয়া বিস্ময় জন্মিয়াছিল । আহা ! কি অাকাই একেছে। চোক, কান, হাত, পা, কিছুরই কোন ক্রট হয় নাই। আবার সাজপোষাকগুলিও কি তেমন অকিয়াছে। যেখানকার যে হীরেখানি—যেখানকার যে মুক্তারমালা ছড়াটা —তাহ পর্য্যন্ত অবিকল বসাইয়া দিয়াছে। আবার প্রতিমূৰ্ত্তি রাখিবার স্থানটিই বা কি মনোহর ! আহা ! উপযুক্ত স্থানেই স্থাপিত হইয়াছে। দেবগণ উপরে উঠিয়া দেখেন, গৃহগুলি অতি সুন্দরক্সপে সুসজ্জিত
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।