পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাভ @ፃ¢ করা । মেজেগুলিতে যে সমস্ত কাপেট পাতা রহিয়াছে, তাহাতে গিন্টি এবং এমন কারুকার্য্য করা যে, দেবগণ যথেষ্ট প্রশংসা করিয়া স্বগীয় শিল্পীদিগের নিন্দ করিতে লাগিলেন। তাহারা প্রাচীরে দৃষ্টি নিক্ষেপ করিয়া আর নয়ন ফিরাইতে পারেন না। যদিচ তাহাতে নীলকান্ত, অয়স্কান্ত মণিমুক্তাদি নাই ; কিন্তু গিণ্টির দ্বারা এমনি রং ফলাইয়া দিয়াছে যে, তাহার কাছে মণিমুক্ত তুচ্ছ বোধ হয়। গৃহের কাৰ্ণিশগুলি দেখিয়া দেবগণের প্রথমে স্বর্ণ বলিয়া ভ্ৰম জন্মে ; কিন্তু বরুণ বুঝাইয়া দেন, “সোণ৷ নহে ; গিণ্টি করা ।” এখান হইতে সকলে একটী দালানে যাইয়া স্তম্ভিত হইয়া দাড়াইলেন। অনেকক্ষণ পৰ্য্যন্ত কাহারও মুখে বাক্য নাই। পরিশেষে দেবরাজ কহিলেন, “এমন উচ্চ এবং প্রশস্ত দালান ত কথন চক্ষে দেখি নাই ! পৃথিবীর মধ্যে মুখী এই লাট সাহেব । ইহঁর পদের কাছে আমার ইন্দ্রস্তু পদ তুচ্ছ বলিয়া বোধ হয় । আহা ! না জানি কত কোটী বৎসর তপস্ত করিলে এই পদ লাভ হয় ।” নারা। বরুণ ! এ দালানটির নাম কি এবং এখানে কি হয় ? বরুণ। এই দালানটির নাম ষ্টেটু হল। এখানে কাউন্সেল.ও লেভি অর্থাৎ বড় বড় রাজাদিগকে নিমন্ত্ৰণ করিয়া আনিয়া সভ্য করা হয় । ইন্দ্র। দালানটীতে যে সমস্ত চেয়ার রহিয়াছে, যেমন সুন্দর, তেমনি কারুকার্য্যে খচিত ! ও বড় চেয়ারখানিতে কি হয় ? বরুণ । ওখানি লাট সাহেবের সিংহাসন । ওখানি কেমন সুন্দর দেখিতেছ ? সিংহাসনখানি আমাদের স্বর্ণসিংহাসন অপেক্ষা সুন্দর কি না ? দেবগণ এক এক করিয়া সমস্ত গৃহগুলি দেখিতে লাগিলেন । র্তাহার দেখিলেন, কোন গৃহ সৌন্দর্য্যে কম নহে। বরুণ কহিলেন, “এই রাজবাড়ীটি ১৭৯৯ অবো নিৰ্ম্মিত হয়।” ব্ৰহ্মা। বরুণ ! আমাদের রাজদর্শন ঘটিবে না ?