পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२b~ দেবগণের মর্ত্যে আগমন ১৫২ ফিট গভীর। ইহা রাজা দ্বিতীয় অনঙ্গপালের কৃত। দ্বিতীয় অনঙ্গপালের পুত্র তৃতীয় অনঙ্গপালের সময় মহম্মদ ঘোরী অধিকার করেন। আক্রমণ-ভয়ে রাজা সপরিবারে লালকোট আশ্রয় গ্রহণ করেন। ঐ কেল্লাকে লোকে অস্কাপি “কেল্লা রায় রাজের” কছিয়া থাকে। কেল্লার যে গেট দিয়া মুসলমানেরা এ করে, তাহাকে “গিজনি গেট” কহে । এই বলিয়া সকলে গমন করিতে লাগিলেন। ইন্দ্র। বরুণ! এ স্থানের নাম কি ? বরুণ। ইহার নাম ভূতখানা ! পৃথুরাজের রাজধানীতে ২৭টি হিন্দুর মন্দির ছিল । সেই সমস্ত মাল-মসলায় ভূতখানা প্রস্তুত হইয়া৷ে অনন্তর সকলে উহাতে প্রবেশ করিলেন। ব্ৰহ্মা। ইহার মধ্যে এ সব প্রতিমূৰ্ত্তি কাহাদের ? বরুণ। এই যে পৰ্য্যন্ধে মহাপুরুষ শয়ন কৰুি আছেন, ফুার । দেশে পদ্মফুল এবং মস্তকে ও পদতলের নিকট তুই জন বসিয়া আ ইনি আমাদের বর্তমান নারায়ণ । দ্বারা। আমাকে এনে শেষে ভূতখানায় হাজির করেছে ! হা ছ * বরুণ। কাহারও পরিত্রাণ নাই, এই দেখুন ঐরাবত-পৃষ্ঠে । দিগের দেবরাজ, এবং এই হংসপৃষ্ঠে পিতামহ আপনি, আর এই ধ পৃষ্ঠে নন্দী সহ আমাদের দেবাদিদেব মহাদেব । * নারা । ঐ মসজিদটে কি ? বরুণ। কুতুব ইসলামের মসজিদ । ইনিই দিল্লীর প্রথম মুস রাজা ছিলেন। ইহাতে প্রবেশ করিবার তিনটী গেট ছিল। ইহ দেব-মন্দিরের মাল মসলায় তিন বৎসরে প্রস্তুত হয়। এক সময় ইহা ভূতখামার উপরি উক্ত দেবমূৰ্ত্তি সকল আছে।