পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা ¢ዓ% দেখিতে বড় সুন্দর। ইহা টাউনহল নামক দালানের ঠিক পূৰ্ব্ব পার্থে অবস্থিত। কাহারও হাফনোট খোয়৷ যাইলে এই আফিসে সংবাদ দিলে এবং তিন মাসের পর অপর হাফ ফেরত দিলে নগদ টাকা পাওয়া যায় । ইন্দ্র। ওদিকে ও বাড়ীটি কি ? বরুণ। উহার নাম গবর্ণমেণ্ট প্রিটিং আফিস। গবর্ণমেণ্টের যাবতীয় কাগজপত্র এই স্থানে ছাপান হয়। পূৰ্ব্বে এই ছাপাখানাটার নাম মিলিটারি অরফান প্রেস ছিল । এক্ষণে গবর্ণমেণ্ট আপনার অধীনে আনিয়া প্রিটিং আফিস নাম দিয়াছেন । এই প্রেসেই এলোকেশীর স্বামী নবীন কাজ করিত । এখান হইতে র্তাহারা এক স্থানে উপস্থিত হইয়া দেখেন—একটা দোকানে জাহাজের রসারসি, ক্যাম্বিস ও নোঙ্গরাদি বিক্রয় হইতেছে । পিতামহ কহিলেন, “বরুণ! এ দোকানটর নাম কি ?” বরুণ। এই দোকানের নাম আমুট কোম্পানীর দোকান। ইহার জাহাজের রসারসি প্রভৃতি বিক্রয় করিয়া থাকে। ইহাদের দোকান হইতে গবৰ্ণমেণ্ট এবং ইংলণ্ডীয় যাবতীয় জাহাজের নাবিক ঐ সমস্ত দ্রব্য খরিদ করিয়া থাকে। এই কোম্পানীর একটী মদের ভাটি আছে, তাহাতে রম্ নামক একপ্রকার মদ প্রস্তুত হইয়া থাকে। ঐ রম মদ কলিকাতার অনেক বাবু এক্ষণে ব্রাণ্ডির পরিবর্তে পান করিতে আরম্ভ করিয়াছে। এখান হইতে সকলে একটা গির্জার নিকট উপস্থিত হইলে বরুণ কছিলেন, “এই গির্জার নাম পাথুরে গির্জা । গৌর নগরের ধ্বংসাবশেষ প্রস্তর আনিয়া নিৰ্ম্মাণ করায় ঐ নাম হইয়াছে। গির্জাটীর চতুর্দিকে অনেকগুলি কবর আছে। চুড়ার উপর যে একটা ঘড়ি দেখিতেছ, ঐ ঘড়িটা কলিকাতার অপরাপর গির্জার ঘড়ি অপেক্ষ বৃহৎ ।” - এখান হইতে যাইয়া বরুণ কহিলেন, “সম্মুখে গভর্ণমেণ্টের কালেক্টারী vరి