পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা ©ᏄᏚ ক’বৃবেও না । হাত ছাড়, আমরা ভ্রমণকারী, কলিকাত ভ্রমণ করিতে আসিয়া পথে পথে ঘুরে বেড়াচ্চি। - মোক্তারের তৎশ্রবণে পরস্পর মুখ চাওয়া চাওয়ি করিয়া হাত ছাড়িয়া দিল এবং মনে মনে ভাবিতে লাগিল—“এত পরিশ্রম, এত দুটাছুটি দেখিতেছি পও হইল।” ایر নারা। যে কাজে ছুটাছুটি করিয়া লোক ধরিয়া পয়সা উপার্জন করিতে হয়, তোমরা এমন উদ্ধৃবৃত্তি কর কেন ? মোক্তার। কি করি—নচেৎ পেট চলে না। কাচ্চী-বাচ্চ অনেক গুলি দিন চলিবার একটা উপায় করা উচিত, লেখা পড়াও তেমন জানিনে । উপ। কাচ্চী-বাচ্চার গাছ আগে রোপণ না ক’লেই ত হইত। মোক্তার। বাবা ! আমরা অজ্ঞানকৃত অপরাধে অপরাধী। আমরা স্ব ইচ্ছায় এ গরল ভক্ষণ করি নাই, বাল্যকালে পিতা মাতা গলায় পাথর চাপিয়ে দিয়েছেন । তোমাদের বয়স অল্প ; আমাদের দুর্দশ দেখ—সাবধান হও—যেন কাৰ্য্যক্ষম ন হইলে ও পাপ ঘরে আনিও না । ব্ৰহ্মা । তোমাদের ছুটে আসিয়া লোক ধরিবার তাৎপৰ্য্য কি ? মোক্তার। আজ্ঞে, আজকাল ডেপুটি মোক্তারের সংখ্যা এত বেশী হইয়াছে যে, এ উপায়ে লোক না ধরিলে মক্কেল পাওয়া যায় না । মোক্তারের চলিয়া যাইলে, দেবরাজ কহিলেন, “বরুণ, ডেপুটি মোক্তার কি ?” বরুণ। এক ব্যক্তি অপরের নামে মিথ্যা অভিযোগ করিলে তাহার যাহাতে জয়লাভ হয় অর্থাৎ সাক্ষৗদিগকে শিখান পড়ান, সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য করিয়া সাজাইয়া দিবার জন্ত একপ্রকার লোক আছে, তাহাদিগকে মোক্তার কহে । মোক্তারি কাজট বড় হেয় বলির পূৰ্ব্বে কেহ সহজে এ কাজে প্রবৃত্ত হইত না । ক্রমে কাজকৰ্ম্ম সকলের ভাগ্যে জুটিয়া না উঠায়, দুই একজন করিয়৷ এই কাজে প্রবৃত্ত হয় । পুৰ্ব্বে এ ব্যবসায়ে