পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা Φb-δ কি কোন মকদম আছে ?” কালা বধিরত-প্রকাশভয়ে “হু” বলিয়া উত্তরদেওয়ায় ঐ মোক্তারের দল তাহাকে র্কাধে করিয়া গোয়াড়ী পর্য্যস্ত আনিয়াছিল । আর এক সময় একজন প্রতারক কোন ডেপুটী মোক্তারের বাসায় যাইয়া মকদ্দমা আছে বলায় গুরু-আদরে বাসায় স্থান প্রাপ্ত হয় এবং রজনীযোগে মোক্তারের যথাসৰ্ব্বস্ব অপহরণ করিয়া লইবারও সুযোগ পায়। আর একজন মোক্তার একটা মক্কেল জুটায়। এই মোক্তারের পরিবার ইতিপূৰ্ব্বে কুলটাৰ্বত্তি অবলম্বন করিয়া গৃহ হইতে পলাইয়া যায় এবং এই মক্কেলের সহিত থাকিয়া স্ত্রীর দ্যায় ঘরকন্না করে । কিন্তু মোক্তার এ বিষয় জানিত না, সুতরাং মক্কেল মকদ্দমায় জয়লাভ করিলে তাহার বাসায় পুরস্কার আনিতে যায় এবং “মাঠাকরুণের নিকটেও খুলি হয়ে বিদায় লব” বলিয়া, বাটীর মধ্যে প্রবেশ করিয়া দেখে সৰ্ব্বনাশ ॥ দেবগণ ক্রমে গল্প করিতে করিতে ছোট আদালতে যাইয়া উপস্থিত হইলেন। - ইন্দ্র। বরুণ ! এ আদালতের নাম কি ? ব্ররুণ । ইহার নাম কলিকাতার ছোট আদালত । ব্ৰহ্মা । ছোট আদালতে কি কাজ হয় ? বরুণ । এই আদালতে কলিকাতার যত সামান্ত সামান্ত মকদ্দমার বিচার হইয়া থাকে । এখানে সৰ্ব্বসমেত পাচজন জজ আছেন, তন্মধ্যে একজন বাঙ্গালী ও চারিজন ইংরাজ । ৮ হরচন্দ্র ঘোষ ও রসময় দত্ত এই স্থানের জজ ছিলেন। মৃত হরচন্দ্র ঘোষের প্রস্তরনিৰ্ম্মিত অৰ্দ্ধ-প্রতিমূৰ্ত্তি অস্থাপি ঐ দেখুন বর্তমান আছে। হাইকোর্টে পসার করিতে না পারিলে অনেক উকীল এই আদালতে আসিয়া শাক মাছের মকদ্দমা করিতে প্রবৃত্ত হন। এখানে মকদ্দমা এক কথায় ডিক্রি ও এক কথায় ডিসমিস্ হয় এবং ঐ মকদ্দমার আর আপীল হয় না। এই আদালতে বেশুদিগের মকদ্দমাই অধিক । এমৃটি হাউসের মকদ্দমাও এখানে হয়। এখানকার চাপরাশী