পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা Φυ-Ο “তাহার একজন উপপতি ৰত লিখিয়া দিয়া দুই তিন মাস যাতায়াত করিয়াছিল, এক্ষণে সে আর আসে না এবং টাকা দিবার নাম পৰ্য্যস্তও করে না । এক্ষণে তিন মাস মেয়াদ উত্তীর্ণ কয়, নালিশ কর। যায় কি না ?” ব্ৰহ্মা ! উঃ ! কি সৰ্ব্বনেশে কালই পড়েছে ! ! আজকাল দেখছি দেনায় সবই চলে । দেবগণ ইহার পর সিড়ি ভাঙ্গিয় উপরে উঠিয়া জজগুলিকে দর্শন করিলেন ; তাহারা দেখিলেন—বারাওয়ে শত শত লোক দাড়াইয়া আছে এবং পৰ্ব্বতপ্রমাণ দাকানদারী খাতাপত্রের আমদানী হইয়াছে। এখান হইতে যাইতে যাইতে নারায়ণ কছিলেন, “বরুণ, সম্মুখে দেখা যাইতেছে ও বাড়ীটি কি ?” বরুণ। উহার নাম সিবিল এও মিলিটারি পে একৃজামিনের আফিস। যাবতীয় সিবিল এবং মিলিটারি কৰ্ম্মচারীদিগের বেতন এই স্থান হইতে পাশ হইয়া যাইলে তবে প্রদত্ত হয়। এই আফিসে অনেক বাঙ্গালী এবং ংরাজ কৰ্ম্ম করিয়া থাকেন। পে একৃজামিনারের পদে যিনি নিযুক্ত আছেন, তাহাকে পে একৃজামিনার অর্থাৎ বেতন পাশ করা সাহেব কহে । ইনি একজন উচ্চ বেতনের বড় সাহেব । ও দিকে দেখা যাইতেছে রেভিনিউ বোর্ড, । ঐ স্থানে সপ্ট, বোর্ড ও আফিং নীলাম হইয়া থাকে। দুইজন সেক্রেটারী আছেন, তাহারাই সমস্ত কার্য্যের তত্ত্বাবধানকরেন। গবর্ণমেণ্টের আয় সংক্রাস্ত যাবতীয় কাৰ্য্য ঐ স্থানেই সম্পন্ন হয়। বিস্তর বাঙ্গালাও ঐ আফিসে কাজকৰ্ম্ম করিয়া থাকেন। দেবগণ এখান হইতে একখানি গাড়ী ভাড়া করিয়া জেনেরল পোষ্ট} আফিসের নিকট উপস্থিত হইলে বরুণ কহিলেন, “ইহার নাম জেনেরল প্লোষ্ট আফিস অর্থাৎ ভারতে যত পোষ্ট আফিস আছে, তাহাদের কর্তা জ্ঞাফিল। এখানে শত শত লোক কৰ্ম্ম করিতেছে।”