পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Gob’8 দেবগণের মর্ত্যে আগমন ইন্দ্র। এমন সুন্দর ও বৃহৎ বাড়ী ত কখন চক্ষে দেখি নাই! ইহার চুড়াটা গিয়ে আকাশে ঠেকেছে। বরুণ দেবগণকে দেখাইতে লাগিলেন—“ঐ ফুটোয় চিঠি দিলে বিলাত চলে যায়, ঐ ফুটোয় চিঠি দিলে আমেরিকায় যায় ইত্যাদি । আহ ! এই পেষ্টি আফিস যে স্থানে, এই স্থানেই অন্ধকূপ হত্য-নামক ভয়ানক হত্যকাণ্ডের অভিনয় হইয়াছিল।” ব্ৰহ্মা। অন্ধকূপ হত্যা কি ? বরুণ। ছৰ্দ্ধান্ত নবাব সিরাজদ্দৌলা, ইংরাজ বণিকের বিশেষ সঙ্গতিশালী লোক শুনিয়া এক দিন গোপনে আসিয়া তাহাদের কেল্লা আক্রমণ করেন। অনেক ইংরাজ স্ত্রীসহ পলাইয়াছিলেন। কেবল ১৪৬ জন লোক ধরা পড়ে। উহাদিগকে র্তাহার অনুচরেরা একটী ২২ হাত দীর্ঘ ও ও ১২ হাত প্রস্থ অন্ধকার ঘরে অবরুদ্ধ করে। ঐ দিন অত্যন্ত গ্রীষ্ম থাকায় বিশেষতঃ ঘরে ছোট ছোট ছুটি মাত্র জানালা থাকায় ঐ ১৪৬ জন মারামারি করিয়া এবং এ ওর কাধে দাড়াইয়া, ও ওর কাধে দাড়াইয়া জানালার নিকট যাইয়া বাতাস লইবার চেষ্টা পায় । এবং সমস্ত রাত্রি জল জল শব্দে চীৎকার করে। প্রাতে দেখা যায়, ১৪৬ জনের ২৩ জন মাত্র জীবিত আছে। এই ঘরট ফোর্ট উইলিয়ম দুর্গের একটী সৈনিক জেল ছিল । ১৭৫৬ খ্ৰীঃ অশ্বের ১০ই জুন এই ঘটনা হইয়াছিল। ব্ৰহ্ম । আহা ! কি অত্যাচার ! গাড়ী ক্রমে বৌবাজারের মধ্য দিয়া কলেজ ষ্ট্রীটে আসিয়া পহছিল । এবং তথা হইতে গোলদীঘির ধারে যাইল। বরুণ কহিলেন, “এই স্থানের নাম কলেজস্কোয়ার। ঐ যে মনুষ্য অপেক্ষাও উচ্চ লৌহ রেলিং দ্বারা পরিবেষ্টিত স্থান দেখিতেছেন, যাহার দক্ষিণদিকে একটী পুষ্করিণী আছে, ঐ স্থানের উত্তরদিকে হিন্দু স্কুল এবং সংস্কৃত কলেজ। পূৰ্ব্বে ঐ স্থানেই প্রেসিডেন্সি কলেজ ছিল এক্ষণে নূতন বাড়ী প্রস্তুত হওয়ার প্রেসিডেন্সি