দিল্লী *సి সৗন্দৰ্য ছিল যে, তৈমুরলঙ্গ সুমারকন্দে ইহার প্রতিরূপ একটি মসজিদ মৰ্ম্মাণ করিতে মনস্থ করিয়াছিলেন। : ইহার পর দেবতার কুতুব মিনার দেখিতে চলিলেন। ব্রহ্মা কছিলেন, হার নামই কি কুতুব-মিনার ? আহা ! দেখিবার উপযুক্ত বটে,– পাঁচ । কি ক্রমান্বয়ে লাল, সাদা এবং রক্তবর্ণ পাথরে নিৰ্ম্মিত। বরুণ। পিতামহ ! এই মিনার ১৫২ হাত উচ্চ এবং ইহার রিধি প্রায় ৯৮ হাত। ঐ যে বিবিধু রঙ্গের পাঁচটি থাক দেখিতেছেন, হাঁ পাঁচটি কুঠারি । ঐ কুঠারিগুলির মধ্যে কোনট কোণবিশিষ্ট, কানটা কিঞ্চিৎ অৰ্দ্ধচন্দ্রাকার, কোনটা বা সম্পূর্ণ অৰ্দ্ধচন্দ্রাকার, কানটী বা গোল এবং কোনটী বা কোণের ছায়। ইঙ্গার উপরে ঠিবার ৩৭৬টী ধাপ-বিশিষ্ট সিড়ি আছে। ইন্দ্র । ইহার নিৰ্ম্মাণ সম্বন্ধে অনেক কথা নাগরী অক্ষরে লেখা আছে । কহ বলে *এই মিনার, কোন হিন্দু রাজী, তাহার কম্ভ স্বৰ্য্য উদয়ের সময় পর হইতে গঙ্গা দর্শন পূর্বক উপাসনা করিবেন বলিয়া, নিৰ্ম্মাণ করেন।” কহ বলে “সায়দ আহম্মদ মুন্সী নামক এক ব্যক্তি আকবর শার সরকারে માં করিত, সে এই নগরের লোকের সাহায্যে ইহা নিৰ্ম্মাণ করে।” মনারের উত্তর দিকের দ্বারগুলি হিন্দুদ্ধারের স্থায়, তদ্ভিন্ন এখানে একটি ন্টি আছে। এ সমস্ত দেখলে ইহা যে হিন্দুর তৈরি, তা বেশ প্রতীত । য় ; কিন্তু মুসলমানদিগের কৌশলে হঠাৎ হিন্দুদিগের বলিয়া বোধ হয় না। হার উপর হইতে যমুনাকে স্থতার স্থায় এবং মনুষ্যকে পুত্তলিকার দ্যায় থায়। ইহার চতুর্দিকের ধ্বংসাবশেষ দেখিলে বোধ হয় এমন সহর থিবীতে আর ছিল না। ব্ৰহ্মা । ইহার নিকটে ও উচ্চ স্থানটা কি ? বরুণ । ইহাকে লোকে অসমাপ্ত মিনার কহে । কথিত আছে, মার একটি হিন্দুবালিকা পূৰ্ব্বোক্ত মিনার দেখিয়া নিজ পিতাকে ঐপ্রকার
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।