পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা @b-Q。 কলেজট উঠিয়া গিয়াছে। সংস্কৃত কলেজের বাড়ীটি দুই তালা এবং ইহাতে একটা পুস্তকালয় আছে। অপর ছুটী বিদ্যালয় একতাল।। দেবতার গল্প করিতে করিতে একটবৃহদাকার অট্টালিকার নিকট যাইয়া সবিস্ময়ে চাহিতে লাগিলেন এবং দেবরাজ কছিলেন, “বরুণ ! এ বাড়ীটি কি ?” w বরুণ। ইহার নাম ইউনিভার্সিটি বিলুডিং । কলিকাতার মধ্যে ইহা একটা উৎকৃষ্ট বাড়ী। ইহার সদৃশ বৃহদাকার সুন্দর দালান কলিকাতায় দ্বিতীয় নাই। পুৰ্ব্বে টাউনহলের দালানটাকে সৰ্ব্বোকৃষ্ট বলা যাইত। এক্ষণে এই দালানটী সৰ্ব্বোচ্চ স্থান প্রাপ্ত হইয়াছে। বাড়ীটির সম্মুখস্থ থামগুলি কেমন উচ্চ ও স্থূলাকার দেখ বাড়ীটি নিৰ্ম্মাণ করিতে গবৰ্ণমেণ্টের বিপুল অর্থ ব্যয় হইয়াছে। এই বাড়ীতে সিণ্ডিকেট বসে এবং কলিকতা বিশ্ববিদ্যালয়-সংক্রাস্ত যাবতীয় সভাদির অধিবেশন হয়, এইজন্যই ইহার নাম ইউনিভার্সিটি বিলডিং অর্থাৎ বিশ্ববিদ্যালয় নাম হইয়াছে । পুৰ্ব্বে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী "বালকগণকে স্থানাভাবে দরিদ্রের বাড়ীতে ব্রাহ্মণ ভোজনের দ্যায় পাত হাতে করিয়া নানাস্থানে ঘুরিয়া বেড়াইতে হইত ; এক্ষণে গবর্ণমেণ্ট এই বাড়ীটি নিৰ্ম্মাণ করায় সে দুঃখ দূর হইয়াছে। এখান হইতে সকলে প্রেসিডেন্সি কলেজের মধ্যে প্রবেশ করিলেন এবং বরুণ কছিলেন, “পূৰ্ব্বে হিন্দু কলেজ নামে একটী কলেজ ছিল। ঐ কলেজে হিন্দু ছাত্র ভিন্ন অপর জাতি অধ্যয়ন করিতে পাইত না । সেই সময়ে বিদ্যালয়টিতে কলেজ ও স্কুল ফুট বিভাগ ছিল। স্কুল বিভাগে জুনিয়ার ছাত্রবৃত্তি পরীক্ষা পৰ্য্যন্ত শিক্ষা দেওয়া হইত। এক্ষণে ঐ পরীক্ষাকে এন্টান্স বা প্রবেশিকা পরীক্ষা কহে। ঐ পরীক্ষায় উত্তীর্ণ হইলে বালকের কলেজে পড়িত। সেই সময়ে কেহ বেতন দিয়া কলেজে পড়িবার ইচ্ছা করিলেও লওয়া হইত। কিন্তু ক্রমে ক্রমে মুসলমান ও অপরজাতীয় ছাত্র-সংখ্যা এত