পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন ولامGRb বৃদ্ধি হইতে লাগিল যে, শিক্ষাবিভাগের কর্তৃপক্ষগণ বিবেচনা করিয়া দেখি লেন, হিন্দু কলেজ নাম রাখিলে হিন্দু ভিন্ন অপর ছাত্র লওয়া যাইবে না f অতএব কলেজটকে দুই ভাগে বিভক্ত করা হউক, তাহা হইলে উভয় জাতিরই পাঠ করিবার অধিকার জন্মিবে। তাহার এইরূপ স্থির করিয়া স্কুলটর হিন্দু স্কুল নাম রাখিলেন এবং কলেজটির নাম প্রেসিডেন্সি কলেজ রাখিয়া পৃথক্ করিয়া ফেলিলেন । এক্ষণে কলেজে সকল শ্রেণীর বালকের পাঠান্নুমতি হইয়াছে ; কেবল হিন্দুস্কুলে হিন্দু ছাত্র ভিন্ন অপর ছাত্র লওয়া হয় না। হিন্দুকলেজ ১৮১৭ অব্দের ২৩শে জানুয়ারী গরাণহাটার গোরাচাদ বসাকের বাটতে প্রথম সংস্থাপিত হয় । ব্ৰহ্ম । প্রেসিডেন্সি কলেজের সকল শিক্ষকই কি ইংরাজ ? পূৰ্ব্বে তাই ছিল বটে, এক্ষণে অধিকাংশ বাঙ্গালী আছেন। বাঙ্গালীদিগের মধ্যে ডাক্তার পি, কে. রায় অর্থাৎ প্রসন্নকুমার রায় প্রধান । * ব্ৰহ্মা । তুমি প্রসন্নকুমারের বিষয় বল । বরুণ । ইনি ১৮৪৯ অব্দে ঢাকা নগরের সন্নিকটস্থ শুভাত্যা নামক গ্রামে, “জন্মগ্রহণ করেন এবং ঢাকা পোগোস স্কুল হইতে প্রবেশিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ইহার কিছু দিন পরে ইনি ঢাকার সঙ্গত সভায় প্রবিষ্ট হইয়৷ ব্রাহ্মধৰ্ম্ম গ্রহণ করায় সমাজচ্যুত হয়েন। ইহার পর ইনি ঢাকা কলেজ হইতে এফ, এ, পরীক্ষায় উত্তীর্ণ হন ; তৎপরে গিলক্ৰাইষ্ট পরীক্ষা দিয়া উত্তীর্ণ হন ও বৃত্তি লইয়া বিলাত যাত্রা করেন। ১৮৭১ অব্দে ইনি , লণ্ডন ইউনিভারসিটি কলেজের পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৮৭৩ অব্দে বি, এস, সি, পরীক্ষায় কৃতকাৰ্য্য হইয়া উপাধি প্রাপ্ত হন । ১৮৭৬ অব্দে এডিনবর। বিদ্যালয় হইতে ও তৎপরে লণ্ডন বিশ্ববিদ্যালয় হইতে মনোবিজ্ঞান শাস্ত্রের পরীক্ষা দিয়া ডাক্তার অব সায়ান্স উপাধি প্রাপ্ত হইয়াছেন । এই পরীক্ষায় বাঙ্গালীর মধ্যে ইনি ও আনন্দমোহন বসু, এই দুই জন মাত্র উত্তীর্ণ

  • কয়েক বৎসর হইল ডাক্তার পি, কে, রায় পেন্সন লইয়াছেন।—সম্পাদক ।