পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা Qb-守 হইয়াছেন। ইহঁাদের যত্নে লওনে ইণ্ডিয়ান সোসাইট,ব্ৰাহ্মসমাজ ও বাঙ্গালী পুস্তকালয় স্থাপিত হয় । ইনি ইণ্ডিয়ান সোসাইটর সম্পাদকের কাজ করেন ১৮৭৬ অব্দে ইনি স্বদেশে প্রত্যাগমন করেন ও পাটনা কলেজে সহকারী অধ্যাপকের পদে নিযুক্ত হন। ইহঁর প্রণীত একখানি ইংরাজী লজিক পুস্তক আছে। প্রসন্নকুমার সর্বাধিকারী নামক এক ব্যক্তি এথানকার অধ্যাপক ছিলেন । ইহার বাড়ী থানাকুল কৃষ্ণনগর। পূৰ্ব্বে যে রাজকুমার সর্বাধিকারীর কথা বলা হইয়াছে, ইনি র্তাহারই জ্যেষ্ঠ ভ্রাতা। ইহঁার জাতিতে কায়স্থ। প্রসন্নকুমার প্রথমে হেয়ার স্কুলের শিক্ষকতা করিয়া পরে সংস্কৃত ও বহরমপুর কলেজের প্রিন্সিপাল হন । ১৮৮৩ অব্দে ইহঁর মৃত্যু হইয়াছে । ইহঁার পাটীগণিত ও বীজগণিত নামক দুই খানি পুস্তক আছে । ইন্দ্র। স্কুল হইতে কলেজট পৃথক্ হইয়াই কি এই বাড়ীতে আইসে ? বরুণ। না, প্রথমে কলেজ স্কোয়ারের উত্তরাংশে একটা ভাড়াটে বাড়ীতে কলেজট থাকে। তৎপরে গবর্ণমেণ্ট বিশ্ববিদ্যালয় গৃহ প্রস্তুত করিবার সময়ে এই বাড়ীটি নিৰ্ম্মাণ করিয়া দিয়াছেন। বাড়ীটি তিন তাল । দ্বিতীয় তালায় এফ, এ, ক্লাসের ছাত্রেরা এবং তাহার উপর তালায় তাহার উপর ক্লাসের ছাত্রেরা অধ্যয়ন করে । ব্ৰহ্মা। বরুণ! গৃহমধ্যে যত বালক দেখিতেছি, তন্মধ্যে অধিকাংশই বোধ হয় মুসলমান । এ কলেজে হিন্দু বালক খুব কম আছে নয় ? বরুণ। আজ্ঞে না, মুসলমান বালক খুব কম আছে, হিন্দু বালকের সংখ্যা এখানে বেশী। ব্ৰহ্মা। কেমন করে ? হিন্দু বালকের দাড়ি নাই, মুসলমান বালকগণের দাড়ি আছে, এই হিসাবে দেখ কোন বালকের সংখ্যা বেশী হয় ? বরুণ। আপনি ও হিসাবে জাতি নির্ণয় করিতে পারেন না। আজকাল হিন্দু বালকগণের মুসলমানী ধরণে দাড়ি রাখা একটা ফ্যাসান হইয়া পড়িয়াছে