পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{*సెరి দেবগণের মর্ত্যে আগমন বরুণ। ঐ ঘড়িট কৃষ্ণনগরের একজন পাল—প্রেসিডেন্সি কলেজকে দান করেন, পাল মহাশয় বোধ হয় আন্তরিক ইচ্ছার সহিত দান করেন -नां । । ইন্দ্র । কেন ? বরুণ। ঘড়িটে থেকে থেকে বন্ধ হয় ও বৎসরের মধ্যে তিন মাস চুরী করে, অর্থাৎ সকল ঘড়ি অপেক্ষা আধ ঘণ্টা আগে চলে। এখান হইতে যাইয়া সকলে আর একটী বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করিলে নারায়ণ কহিলেন, “বরুণ এ স্কুলটার নাম কি ?” বরুণ। হেয়ার স্কুল । ডেভিড হেয়ার সাহেব এই বিদ্যালয়ট সংস্থাপন করায় তাহার নামানুসারে হেয়ার স্কুল নাম হইয়াছে । এই বিদ্যালয়টর সংস্থাপন-সময়ে দেশীয় ধনী লোকের বিস্তর সাহায্য করিয়াছিলেন। এক্ষণে যদিও গধর্ণমেণ্টের তত্ত্বাবধানে বিদ্যালয়ট চলিতেছে, কিন্তু ইহার আয়, ব্যয় অপেক্ষা বেশী । বাড়ীটি দুই তাল । পুৰ্ব্বে এই বিদ্যালয়ট একটা ভাড়াটে বাড়ীতে ছিল, তৎপরে গবর্ণমেণ্ট বিশ্ববিদ্যালয়-গৃহ নিৰ্ম্মাণ-সময়ে এ বাড়াটিও প্রস্তুত করিয়া দিয়াছেন। কলিকাতার মধ্যে ইহা একট প্রধান ও উৎকৃষ্ট বিদ্যালয়। বাৰু প্যারিচরণ সরকার এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন । তাহার দ্বারা বিদ্যালয়টার বিশেষ উন্নতি হয়। প্যারি বাবুর পর বাবু গিরীশচন্দ্র দেব ইহার প্রধান শিক্ষকের পদ পান ; তাহার পরে বাবু ভোলানাথ পাল ঐ পদে নিযুক্ত হইয়াছিলেন। কলিকাতার যত বড়লোকের ছেলে এই স্কুলে এবং হিন্দুস্কুলে অধ্যয়ন করিয়া থাকে। এখানে বকাটে ছেলেদেরও অসদ্ভাব নাই পরীক্ষার্থী ছাত্রসংখ্যা যে বৎসর বেশী হয় ও সকলের স্থান সমাবেশ না হয়, সেই বৎসর বিশ্ববিদ্যালয়গৃহে ও এই স্কুলে, প্রেসিডেন্সি কলেজ এবং হিন্দুস্কুল ইত্যাদি স্থানে তাহাদিগের পরীক্ষার স্থান প্রদত্ত হয়। এই বিদ্যালয়ট ১৮৩৪ অন্ধে সংস্থাপিত হইয়াছে। ব্ৰহ্মা। বরুণ ! আমাকে হেয়ার সাহেবের বিষয় বল।