কলিকাতা aసెరి পরিশ্রমে ১৮১৭ খৃঃ অব্দের ২৯শে জানুয়ারি কলিকাতায় হিন্দু কলেজ স্থাপিত হইল । স্বতন্ত্র বাটীর অভাবে হিন্দুকলেজ প্রথমে গরাণহাটায় গোরাচাদ বসাকের বাটতে বসে। সাহেব প্রতিদিন এই বিদ্যালয়ে উপস্থিত হইয় উহার উন্নতি সাধনের চেষ্টা করিতে থাকেন। পটােলডাঙ্গায় তাহার কিছু ভূসম্পত্তি ছিল, বিদ্যালয়ের বাট নিৰ্ম্মাণ জন্ত তাহার কিয়দংশ তিনি আহলাদ সহকারে দান করিলেন । এই স্থলে সংস্কৃত ও হিন্দু কলেজের বাট নিৰ্ম্মিত হইল। হিন্দু কলেজ দীর্ঘকাল গরাণহাটায় থাকে নাই। ইহার পরে চিৎপুরে রূপচরণ রায়ের বাটতে যায়। ঐ স্থান হইতে খৃষ্টান কমল বসুর বাটিতে আইসে । প্রসিদ্ধ পণ্ডিত ডাক্তার উইলসন সাহেবের যত্নে হিন্দু ও সংস্কৃত কলেজের জন্ত নুতন বাটা নিৰ্ম্মাণের বন্দোবস্ত হয়। ১৮২৪ অব্দের ২৫শে জানুয়ারি নুতন বাটির ভিত্তি স্থাপিত হয়। তৎপরবর্তী বৎসর নিৰ্ম্মাণকাৰ্য্য শেষ হইয় উঠে। এই নুতন বাটির মধ্যভাগ সংস্কৃত কলেজ এবং দুই পাশ্বে হিন্দু কালেজের কার্য্য হইতে থাকে। হেয়ার সাহেব, পরে হিন্দুবিদ্যালয়ের অবৈতনিক কাৰ্য্য-নিৰ্ব্বাহক সভ্যের পদ গ্রহণ করিলেন। যে বৎসর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, সেই বৎসর হেয়ার সাহেব কলিকাতায় স্কুলবুক সোসাইটি নামে সভা স্থাপন করেন । বিদ্যালয়ের উপযোগী পুস্তক সকল প্রণয়ন পূৰ্ব্বক অল্প অথবা বিনা মূল্যে প্রচার করাই এই সভার উদেণ্ড । এই সভায় যে কয়েকজন সভ্য ছিলেন তাহারা নূতন বিদ্যালয় স্থাপন ও বর্তমান পাঠশালাসমূহের সংস্করণ জন্ত বিশেষ চেষ্টিত হন । এই উদ্দেশুে পরবর্তী বৎসর স্কুল সোসাইটি নামে আর একটি সভা প্রতিষ্ঠিত হয় । হেয়ার সাহেব ও রাজা রাধাকান্ত দেব এই সভার সম্পাদকের ভার গ্রহণ করেন। সভা তিন শাখায় বিভক্ত হয় । এক শাখা বিদ্যালয় সমুহের সংস্থাপনের ভার, অপর শাখা পাঠশালা-সমূহের পরিদর্শনের ভার এবং তৃতীয় শাখা উচ্চতর শিক্ষা দানের ভার গ্রহণ করেন
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।