কলিকাতা GoGo তাহার সহিত সাক্ষাৎ করিতে যাইতেন, প্রস্তাবিত সময়ে এতদেশীয়দিগকে চিকিৎসা বিদ্যা শিক্ষা দিবার জন্ত একটি কলেজ স্থাপন করিবার প্রস্তাব হয়। বেন্টিঙ্ক এ দেশের একজন প্রকৃত হিতৈষী ছিলেন ; হেয়ার সাহেব তাহার সহিত সম্মিলিত হইয়া, মেডিকেল কলেজ স্থাপন করিবার চেষ্ট৷ করিতে লগিলেন। কিন্তু এতদেশীয়ের মৃতদেহ স্পর্শ বা ছেদন করিবে কি না, তদ্বিষয়ে অনেকেই সন্দিহান হইলেন ; চিরন্তন ধৰ্ম্মহানির আশঙ্ক। করিয়া কেহ হিন্দুদিগের নিকট এ বিষয়ের প্রস্তাব করিতেও সাহসী হইলেন না । মধুসুদন গুপ্ত র্তাহার নিকটে উপস্থিত হইলে হেয়ার সাহেব জিজ্ঞাসা করিলেন, “মধু ! শব ব্যৰচ্ছেদ সম্বন্ধে হিন্দুদের কি কোন আপত্তি হইবে ?” মধুসুদন উত্তর করিল, আপত্তি উপস্থিত করিলে পণ্ডিতেরা বিচারে র্তাহাদিগকে পরাজিত করিবেন। হেয়ারের মুখ প্রসন্ন হইল, কহিলেন, আমি কল্যই লর্ড বেটিঙ্কের নিকট যাইয়া এ বিষয় বলিব । ১৮৩৫ খৃঃ অব্দে কলিকাতায় মেডিকেল কলেজ স্থাপিত হইল। মধুসূদন গুপ্ত প্রথমে শব ব্যবচ্ছেদ করিয়া সাধারণের শ্রদ্ধাস্পদ হইলেন ; তাহার প্রতিকৃতি মেডিকেল কলেজে অদ্যাপি আছে । হেয়ারের উত্তেজনায় অনেক ছাত্র হিন্দু কালেজ ও তাহার নিজের স্কুল হইতে মেডিকেল কলেজে প্রবিষ্ট হইল। হেয়ার এই কলেজের কার্য্য-সম্পাদক হইলেন । তিনি প্রতিদিন মেডিকেল কলেজে আসিয়া, ইহার তত্ত্বাবধান করিতেন। এতদ্ব্যতীত চিকিৎসালয়ে যে সমস্ত রোগী থাকিত, যথানিয়মে তাহাদের শুশ্ৰুষা করিতেন। কিরূপে রোগীরা আরামে থাকিতে পারে, তৎপ্রতি র্তাহার বিশেষ যত্ন ছিল। হেয়ার এই সকল কার্য্যে কিছুমাত্র বিচলিত বা অসন্তুষ্ট হইতেন না। তিনি পরের উপকার উদেণ্ডে জীবন উৎসর্গ করিয়াছিলেন, পরের উপকার সাধিত হইলে তিনি জীবনের সার্থকতা অনুভব করিতেন।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮০১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।