পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.৬০০ দেবগণের মর্ত্যে আগমন ছিলেন। ইনি বহুমুত্র রোগে ১৮৭৫ খৃঃ অব্দের ৩১শে সেপ্টেম্বর প্রাণত্যাগ করেন । ইহঁার প্রণীত ফাষ্টবুক, সেকেও বুক প্রভৃতি অনেকগুলি পুস্তক বাঙ্গালীর ছেলেদের ইংরাজী শিক্ষার প্রথম সোপান । দেবগণ হেয়ার স্কুল হইতে যখন হিন্দু স্কুল দেখিতে যান, এক ব্যক্তি আসিয়া তাহাদের হস্তে লাল ছাপান কাগজ দিল। র্তাহার কাগজ পাঠ করিয়া দেখেন লেখা রহিয়াছে— “বৈকুণ্ঠবাসী" সংবাদপত্র। আগামী চৈত্র মাস হইতে বাহির হইবে । ইহাতে রাজনৈতিক, সামাজিক, সমস্ত বিষয় থাকিবে। কলিকাতার গ্রাহকগণ ১॥• ও মফঃস্বলে মাগুল-সহ ২২ টাকায় পাইবেন । আমরা গ্রাহকগণের নাম নম্বর ডায়ারি করিয়া রাখিতেছি, তাহার কারণ পরে লটারী হইবে । লটারিতে ৬০ জন লোককে নিম্নলিখিত মত দ্রব্য দেওয়া হইবে। যে প্রথম হইবে, ১২ হাজার টাকা আয়ের এক তালুক। যে দ্বিতীয় হইবে, ১২ মাসে,৬০০ শত টাকার তালুক । যে তৃতীয় হইবে, ৩শত টাকার তালুক’ ইত্যাদি। তদ্ভিন্ন লটারিতে দিবার জন্ত এই প্রকার দ্রব্যাদি মজুত আছে—৮••• টাকার কোম্পানীর কাগজ, ৫০০০ টাকার একটি শ্বেত হস্তী। কলিকাতার ১৫ খান ভাড়াটে বাড়ী ও এক রাজকন্যা ইত্যাদি। ব্ৰহ্মা । এ বোধ হয় জুয়াচোর। r বরুণ । তা আবার একবার করে বলতে ? এখন নাম দিয়েচে বংশীধর মণ্ডল,-পবে ২০৩০ হাজার টাকা হাত ক’রে শ্ৰীদাম ঘোষ হইয়া বাগবাজার হইতে খামবাজারে গিয়া বাস করিবে। সেই সময়, কয়েকজন পথিক যাইতেছিল—কহিল, “মহাশয়, আমি একবার, বিজ্ঞাপনে দেখি, ৮০০ পাতার ভাল মহাভারত ১০ টাকায় দিতেছে। তস্কৃষ্ট্রে মূল্য পাঠাইলে ॥• আনা দামের বটতলার এক মহাভারত গিয়া উপস্থিত হইল।” . -- - আর এক জন কহিল, “আমি একবার বিজ্ঞাপনে দেখি, আট আনা