পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

అలసి দেবগণের মর্ত্যে আগমন সংস্কৃত কলেজের পাঠ শেষ করিয়া ফোর্ট উইলিয়াম কলেজে ৫০ টাকা বেতনে প্রধান পণ্ডিতের পদে নিযুক্ত হন । ১৮৪৬ অব্দে বেতালপঞ্চবিংশতি নামক পুস্তক মুদ্রিত করেন। ঐ অন্ধের এপ্রেল মাসে ইনি পূৰ্ব্বোক্ত বেতনে সংস্কৃত কলেজের সহকারী সম্পাদকের পদ প্রাপ্ত হন। ইহার পর বাঙ্গালার ইতিহাস ইহার দ্বারা প্রচারিত হয়। ১৮৪৯ অব্দে ৮০ টাকা বেতনে:ফোর্ট উইলিয়ম কলেজের প্রধান কেরাণীর পদে নিযুক্ত হন । এই সময় জীবনচরিত পুস্তক মুদ্রিত এবং ইহার কিছুদিন পরে বোধোদয় গ্রন্থ প্রকাশিত হয়। ১৮৫০ অব্দে ইনি ৯০ টাকা বেতনে সংস্কৃত কলেজের অধ্যাপক নিযুক্ত হন এবং ১৮৫১ অৰো ১৫০ টাকা বেতনে ঐ কলেজের অধ্যক্ষের পদ প্রাপ্ত হন। এই সময়ে ইনি উপক্রমণিকা, ব্যাকরণ কৌমুদীর প্রথমভাগ প্রচার করেন এবং ইহার এক বৎসর পরে উক্ত ব্যাকরণ-কৌমুদীর দ্বিতীয় ও তৃতীয় ভাগ প্রকাশিত হয়। ১৮৫৪ অবো ইনি বাঙ্গালা ভাষায় অভিজ্ঞান-শকুন্তলা লেখেন এবং বিধবা-বিবাহের, প্রথম পুস্তক প্রচার করেন। ১৮৫৫ অব্দে ঐ পুস্তকের দ্বিতীয়ভাগ প্রকাশিত হয় । ইহার প্রার্থনাজুসারে ১৮৫৬ অব্দে গবর্ণমেণ্ট বিধবা-বিবাহ-বিষয়ক ১৫ আইন প্রবত্তিত করেন। ১৮৬৫ অব্যে জীশচন্দ্র বিদ্যারত্ব প্রথম বিধবাবিবাহ করিয়াছিলেন। হিন্দুর এই সময় বিদ্যাসাগরের উপর চাটয় উঠেন, কিন্তু ইনি তাহাতে ভীত না হইয়া আরো অনেকগুলি বিধবা-বিবাহ দিয়া ফেলেন। বিধবা বিবাহ প্রচলিত করিতে গিয়া ইনি গুরুতর ঋণজালে জড়িতুত হইয়া পড়িয়াছিলেন। পাইকপাড়ার রাজা প্রতাপচন্দ্র সিংহ ইহাকে বিস্তর অর্থ সাহায্য করিয়াছিলেন ; কিন্তু তথাপি ইহঁার প্রায় পঞ্চাশ হাজার টাকা ঋণ থাকে। ১৮৫৫ অব্দে বিদ্যাসাগর মহাশয় হুগলী, বৰ্দ্ধমান,মেদিনীপুর এবং নদীয়া জেলার ইনস্পেক্টরের পদ প্রাপ্ত হন । ইহার পর বর্ণ পরিচয় প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ, কথামালা এবং চরিতাবলী প্রচারিত হয়। ১৮৫৭ অব্দে ইনি