দেবগণের মর্ত্যে আগমন 8 هنا অধ্যাপনা করিতেন। শিরোমণি একজন উৎকৃষ্ট স্থতিশাস্ত্রের অধ্যাপক ছিলেন। - ব্ৰহ্মা। বরুণ ! কি নাম ব’ল্লে, মহিষচন্দ্র নাজরত্ন ? বরুণ । আজ্ঞে না, মহেশচন্দ্র দ্যায়রত্ন । - ব্ৰহ্মা। বরুণ! তুমি আমাকে ভরত শিরোমণির বিষয় সংক্ষেপে বল । বরুণ। ইনি চব্বিশ পরগণার অস্তঃপাতী কলিকাতার দক্ষিণ লাঙ্গলবেড়ে নামক গ্রামে জন্মগ্রহণ করেন। ইনি দাক্ষিণাত্য বৈদিক । বাল্যকালে চতুষ্পাঠীতে অধ্যয়ন করেন, তৎপরে কলিকাতার সংস্কৃত কলেজে ভৰ্ত্তি হন। এই কলেজ হইতে ইনি প্রশংসাপত্ৰ পাইয়৷ কিছুদিন—কমিটির পণ্ডিত হন, তৎপরে জজপণ্ডিত হইয়া কিছুকাল ছাপরা ও অন্যান্ত কয়েকটা জেলায় পরিভ্রমণ করেন। ইহার পর সংস্কৃত কলেজের স্মৃতিশাস্ত্রের অধ্যাপক হইয়াছিলেন। কাম্বেল সাহেবের রাজত্বকালে ইহঁার পেন্সন হয় । অনেকদিন পর্য্যন্ত সেই পেন্সন ভোগ করিয়া ১২৮৫ সালের ২২শে অগ্রহায়ণ কয়েক দিনের সামান্ত জ্বরে এবং বক্ষবেদনায় আন্দাজ ৭০।৭৫ বৎসর বয়ঃক্রমকালে পুত্র পৌত্র এবং প্রপৌত্র রাখিয়া মানবলীল। সংবরণ করেন। ইহার মূৰ্ত্তি অতি সৌম্য ছিল, বর্ণ গেীর, দেখিলে ঋষি বলিয়া বোধ হইত । স্মৃতিশাস্ত্রে ইহঁার প্রগাঢ় বিদ্যা ছিল । ইনি একজন অদ্বিতীয় স্মাৰ্ত্ত ভট্টাচাৰ্য্য ছিলেন । ধৰ্ম্মশাস্ত্রীয় ব্যবস্থার সন্দেহ হইলে লোকে ইহঁার দ্বারা মীমাংসা করাইয়া লইত। ইনি ধৰ্ম্মশাস্ত্রের ব্যবস্থা বিষয়ে প্রমাণস্থল হইয়। উঠিয়াছিলেন। ব্যাকরণ,কাব্য, অলঙ্কারাদি শাস্ত্রেও ইহার বিলক্ষণ ব্যুৎপত্তি ছিল। ইছার সন্ত্রমের পরিসীমা ছিল না। এমন কি, একপত্রী ছিলেন বলিলে অত্যুক্তি হয় না। স্বভাব অতি উত্তম ছিল। ইনি অমায়িক, সরল ও মিষ্টভাষী এবং বঙ্গের একজন প্রাতঃস্মরণীয় লোক ছিলেন। হিন্দু সমাজ ইহার নিকট অনেক বিষয়ে ঋণী। সুপ্রসিদ্ধ সোমপ্রকাশ-সম্পাদক ৮দ্বারকানাথ বিদ্যাভূষণ এই কলেজে সংস্কৃত সাহিত্য ও ব্যাকরণ শিক্ষা দিতেন।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।