পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা · \; e(t ব্ৰহ্মা। বরুণ ! আমাকে দ্বারকানাথের জীবন-চরিত বল । বরুণ । দ্বারকানাথ চবিবশ পরগণার অস্তঃপাতী চিংড়িপোতা গ্রামে ১৭৪২ শকে জন্মগ্রহণ করেন । ইহঁার পিতার নাম হরচন্দ্র স্থায়রত্ন ; ইহার দাক্ষিণাত্য বৈদিক শ্রেণীর ব্রাহ্মণ । ইহঁার পিতা স্মৃতিশাস্ত্রে ও ব্যাকরণে ব্যুৎপন্ন ছিলেন। বিষয় বিভব তাদৃশ ছিল না। সামান্তমাত্র ব্রহ্মোত্তর ভূমি ভিন্ন অন্তপ্রকার ভূসম্পত্তি ছিল না। ব্রাহ্মণপণ্ডিতের বৃত্তিই তাহার প্রধান জীবনোপায় ছিল । দ্বারকানাথ ১১ বৎসর পর্য্যন্ত পিতার নিকট ও সৰ্ব্বাননা সাৰ্ব্বভৌম মহাশয়ের নিকট ব্যাকরণ শিক্ষা করেন । ১২ বৎসর বয়সের সময় ইহঁার পিতা ইহঁাকে সংস্কৃত কলেজে ভৰ্ত্তি করিয়া দেন। ১১১২ বৎসর ইনি সংস্কৃত কলেজে সাহিত্য, অলঙ্কার, স্কৃতি, জ্যোতিষ, ন্তায় ও বেদান্ত অধ্যয়ন করেন । প্রত্যেক অধ্যক্ষই ইহঁাকে অত্যন্ত ভালবাসিতেন । বাল্যকালে ইনি পিতাকে অত্যন্ত ভয় করিতেন, সেই জন্ত অসঙ্গত কিংবা অসৎকর্মের আচরণে সৃহসী হইত না। ইহঁর অসৎসঙ্গে অর্থাৎ মন্দ লোকের সংসর্গে আজীবন অত্যন্ত ঘৃণা ছিল। এই ঘৃণা তাহার জীবদ্দশায় উত্তরোত্তর বৃদ্ধি ব্যতীত হ্রাস পায় নাই। ইনি যাহাকে অসৎ বলিয়া জানিতেন তাহার উপর আস্তরিক চটিয়া যাইতেন এবং তাহার সহিত বাক্যালাপ করিতেন না । ইনি যে বৎসর সংস্কৃত কলেজে প্রথম হইয়। প্রথম ছাত্রবৃত্তি প্রাপ্ত হন, সেই বৎসর উক্ত কলেজে ইংরাজী শিক্ষণ দেওয়া প্রচলিত হওয়ায় ইনি আরো এক বৎসর থাকিয় ইংরাজী শিক্ষা করেন । পরে নিজের পরিশ্রমে ইংরাজী ভাষা উত্তমরূপ শিক্ষা করিয়াছিলেন। কলেজ পরিত্যাগ করিয়া ইনি কিছু দিন ফোর্ট উইলিয়ম কলেজে সিবিল সার্কেট পড়াইতে আরম্ভ করেন। তৎপরে সংস্কৃত কলেজের ব্যাকরণের দ্বিতীয় অধ্যাপকের পদে নিযুক্ত হন । ইহার পর হইতে বিস্তাভূষণ মহাশয় ৩৭ বৎসর পর্যন্ত সংস্কৃত কলেজের অধ্যাপনা কার্ঘ্যে নিযুক্ত ছিলেন। মধ্যে কিছুদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবসর গ্রহণ করিলে ইনি র্তাহার কার্য্য