পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা ༤༠དེ་ সাধারণে তাহ প্রাচার হইত না । প্রচার হইলে অত্যন্ত বিরক্ত হইতেন । বাঙ্গালী ভাষায় স্থপদ্ধতিক্রমে ও স্বরুচিসহকারে সংবাদপত্র প্রচার-প্রথ। ইনি প্রথমে দেখাইয়া দেন। ইনি গ্রীস ও রোম রাজ্যের দুই খানি বিস্তৃত ইতিহাস লিখিয়া মুদ্রিত করেন। তদ্ভিন্ন বিদ্যালয়ের নিম্ন শ্রেণীর পাঠোপযোগী কতকগুলি গ্রন্থ রচনা করেন ; যথা—নীতিসার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ; বিশ্বেশ্বর বিলাপ, ও উপদেশমালা ১ম ও দ্বিতীয় ভাগ, সাংখ্যদর্শন এবং ভূষণসার ব্যাকরণ । বিদ্যাভূষণ পরিশ্রমী, অধ্যবসায়ী, দৃঢ়প্রতিজ্ঞ, সত্যনিষ্ঠ, ও মিতব্যয়ী ছিলেন। মিতব্যয়িতাগুণে ইনি নিজের অবস্থা বিলক্ষণ উন্নতি করিয়া তুলিয়াছিলেন। ইনি বড় তেজস্বী ছিলেন এবং চাটুকারদিগকে অত্যন্ত ঘৃণা করিতেন। সমাজ সংস্করণ বিষয়ে ইহঁার বিশেষ যত্ব ছিল । ইনি বৈদিক জাতির কুলপ্রথা অনুসারে বিবাহ দেওয়া রহিত করেন এবং ইহার দৃষ্টান্ত দর্শন করিয়া অনেকেই সেই পথে চলিতে আরম্ভ করিয়াছেন। ইহার বহুমূত্র রোগ নিবন্ধন স্বাস্থ্য ভাল ছিল না। স্বাস্থ্যের জন্ত জকবলপুরের অন্তর্গত সাতনা নামক স্থানে যাইয়া বাস করিতেছিলেন । তথায় ১২৯৩ সালের ৮ই ভাদ্র বেলা হুই প্রহরের সময় গলদেশে দুষ্ট ব্ৰণ হওয়ায় কলেবর পরিত্যাগ করেন । ইনি অত্যন্ত গম্ভীরপ্রকৃতি ছিলেন এবং সৰ্ব্বদাই বিদ্যার আলোচনা করিতে ভাল বাসিতেন । সোমপ্রকাশে ইহঁর যে সকল প্রবন্ধ প্রকাশিত হইত, তাহ পাঠ করিয়া অনেকে বাঙ্গালা শিখিয়াছেন । ইনি কল্পক্রম নামক একখানি প্রসিদ্ধ মাসিকপত্র প্রচার করেন । ব্ৰহ্মা। ইহার চেহারা তোলা আছে ? বরুণ । না, ইনি তাহাতে ভূ নারাজ ছিলেন। গাম্ভীৰ্য ইহার মনের গাভাবিক ভাব ছিল। বৃথা আঞ্জুমা প্রমোদে কখন সময় যাপন করিতেন ন; গ্রন্থের মধ্যে ইতিহাস, জীবনচুক্তি, মনোবিজ্ঞান ও ধৰ্ম্মশার প্রভৃতি গাম্ভীৰ্যরসপূর্ণ গ্ৰন্থই পড়িতে ভাল বালিতেন। হালকা বিষয় পড়িয়া তৃপ্তি