や >さ দেবগণের মর্ত্যে আগমন সুন্দর পুস্তকালয় আছে, তাহাতে বিস্তর शकब्र शकत्र १७रू রক্ষিত আছে । ইন্দ্র। আমি ইংরাজ প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলি দেখিয়া বড়ই সন্তুষ্ট হইয়াছি। প্রজাগণকে বিদ্যাশিক্ষা দ্বারা জ্ঞান দান করা রাজার প্রধান কার্যা ; অতএব ইংরাজরাজ এই কার্য্যের দ্বারা মহৎ ধৰ্ম্মানুষ্ঠান করিতেছেন। বরুণ ! বাঙ্গালায় কতগুলি ইংরাজপ্রতিষ্ঠিত বিদ্যালয় আছে, আমাকে বিশেষ করিয়া বল এবং কোন সময়েই বা দেশে ইংৰাজী বিদ্যালয় সকল প্রথম প্রতিষ্ঠিত হয় জানিতে ইচ্ছা করি । বরুণ। ১৮১৪ অকের জুলাই মাসে চুচুড়ায় প্রথম ইংরাজী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় । মে সাহেব নামক একজন খৃষ্টান ধৰ্ম্মযাজক ঐ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। কলিকাতার সরবর্ণ সাহেব কর্তৃক প্রথমে ইংরাজী বিদ্যালয় সংস্থাপিত হয়। ইনি একজন ফিরিঙ্গি ; সুতরাং ফিরিঙ্গির দ্বারা বিদ্যালয় স্থাপনের প্রথম স্বত্রপাত হয় । বঙ্গদেশে প্রেসিডেন্সি, হুগলী, কৃষ্ণনগর, বহরমপুর ও সংস্কৃত কলেজ নামক গবর্ণমেণ্টের দ্বারা প্রতিষ্ঠিত কয়েকটি কলেজ আছে। তদ্ভিন্ন ইহঁদের সাহায্যকৃত কলেজও অনেকগুলি আছে । যথা,–সেন্ট জেভিয়াস, ফিচর্চ, জেনারল এসেমব্লি, ক্যাথিড্রাল মিসন, ডবটন এবং লণ্ডন মিসন কলেজ । * ইন্দ্র । ছাত্ৰগণ ভালরূপ পরীক্ষা দিলে তাহাদিগকে উৎসাহ দেওয়া হয় ? বরুণ। গবর্ণমেণ্ট যথেষ্ট উৎসাহ দেন ; তদ্ভিন্ন প্রেমচাদ রায়চাদ নামক একজন পাৰ্বশিবণিকৃ কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ছুইলক্ষ টাকা দান করেন। ঐ টাকার মুদ হইতে বার্ষিক ১৮০০ টাকার একটি বৃত্তি প্রদত্ত হয় ; তদ্ভিন্ন প্রেসিডেন্সি কলেজের বি, এ উপাধি প্রাপ্ত ছাত্রদিগের
- এক্ষণে ফ্রিচর্চ ও এ জেনারেল এসেম্বরি ইনষ্টিটিউশন মিলিত হইয়া স্কটিশচর্চেস কলেজ হইয়াছেও ক্যাথিড্রাল মিশন উঠিয়া গিয়াছে। সম্পাদক।