পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা や>○ গুণানুসারে সাতটি বৃত্তি এক বৎসরের জন্য প্রদত্ত হইয়া থাকে। ঐ সকল বৃত্তির মধ্যে বৰ্দ্ধমানের ছাত্রবৃত্তি মাসিক ৫০২ টাকা, দ্বারকানাথ ঠাকুরের মাসিক ৫০ টাকা, বার্ড ৪০ টাকা, রায়েন ৪০ টাকা। হিন্দুকলেজের জন্ত তিনটি, প্রত্যেকটি ৪০ টাকা করিয়া দেওয়া হয় । বি, এ পরীক্ষায় প্রথম হইলে ঈশানচন্দ্র বসুর মাসিক ৫০ টাকা ছাত্রবৃত্তি প্রদত্ত হইয়া থাকে। সকল কলেজের ছাত্রেরাই এই বৃত্তি লইতে পারেন। নারা । মুসলমান বালকদিগের বিদ্যাশিক্ষার জন্ত কি কোন স্বতন্ত্র বিদ্যালয় আছে ? বরুণ । কলিকাতা মাদ্রাস কলেজ নামক একটি বিদ্যালয় আছে। এখান হইতে মুসলমান ছাত্রেরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়া থাকে। কলিঙ্গ ব্র্যাঞ্চ নামক ঐ বিদ্যালয়ের একটি শাখা-স্কুল আছে। উভয় বিদ্যালয়ে গবর্ণমেণ্টের অত্যুন ৩৫৪১৫ টাকা ব্যয় হয়। হুগলীতে একটি মাদ্রাসা আছে । উহাতে গবৰ্ণমেণ্ট বার্ষিক ৩৬০০ টাকা সাহায্য করিয়া থাকেন। হাজি মহম্মদ মহসীনের প্রদত্ত মূলধনের সুদ হইতে ব্যয়ের অধিকাংশ প্রদত্ত হইয়া থাকে । ইন্দ্র। গবর্ণমেণ্ট প্রজার হিতার্থ অপর কোন শাস্ত্রের বিদ্যালয় প্রতিষ্ঠা করিয়া দিয়াছেন ? বরুণ। পূর্বকাৰ্য্যাদি শিক্ষা করিবার জন্ত গবৰ্ণমেণ্ট বাঙ্গাল দেশে একটি মাত্র কলেজ প্রতিষ্ঠা করিয়াছেন । ইহার নাম সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ । এই কলেজের ব্যয়ার্থ গবর্ণমেণ্টকে ২৭•৯৩ টাকা দান করিতে হয় । ব্ৰহ্মা । ইংরাজরাজের শিক্ষা বিষয়ে উৎসাহ দেওয়া দেখিয়া বিশেষ সুখী হইলাম । এই সময় চাপকান গাত্রে মাষ্টারের দল স্কুল হইতে বাহির হইলেন । পিতামহ কছিলেন, “বরুণ ! এর কারা ?”