পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や>8 দেবগণের মর্ত্যে আগমন বরুণ। ইহঁার স্কুল-মাষ্টার । ব্ৰহ্মা । চেহারা ও মুখের ভাবে দেখা যাচ্চে বড় ভদ্র । আহা ! মুখগুলি সব শুকৃনো শুকনে । - বরুণ। মুখগুথানোর আর অপরাধ কি, দশটার সময় এসেছেন আর এ পর্য্যস্ত কেবল চীৎকার করে পড়াইয়াছেন। শুদ্ধ কি পড়ান ? বালকগণের মকদ্দমা মামলা শুনতে শুনতে জালাতন হয়েছেন। বাড়ীতে দেখেছেন ত—চারি পাঁচটা ছেলে থাকলে বাপ মার কত কষ্ট, আর ইহঁদের একপাল ছেলে আগলাতে হয়, এ কি কম কষ্ট ! নারা । মাষ্টারদের কিছু উপরি আছে ? বরুণ । উপরি—চেয়ারে ঠেশ দিয়ে একটু আধটু ঘুমান, তাও কি ছেলেগুলোর চ্য। ভ্যাতে হবার যে আছে ? ব্ৰহ্মা। মাষ্টারদের উপরি নাই কেন ? ছেলের হাতে খড়ি দিলে কি কলাপাত ধ’লে ত সিদে পান ও দোলে র’থে পাৰ্ব্বণী পান। বরুণ । সে গুরুমহাশয়ের, ইহঁারা কেন ? ইহঁারা দশটায় আসেন চারটেয় যান । ইহঁরা সব বড় লোক, তিন চারিট পাশ করা। এক এক জনের মাইনে একশ দেড়শ টাকা । ব্ৰহ্ম ৷ হবে ; কালে সকলেরই পরিবর্তন দেখচি । নচেৎ তিন চারি টাকার বেশী ত কোন গুরুমহাশয় মাইনে পান নি । দেবগণ এখান হইতে যাইয়া একটী বাজারের মধ্যে প্রবেশ করিলেন। তাহার দেখেন—নানাপ্রকার ফল মূল, তরিতরকারি ও মৎস্তাদি বিক্রয় হইতেছে। বাজারের চতুৰ্দ্ধিকের দোকানে ছাড়ি, কলসী, বেণে মসলা বিক্রয় হইতেছে । নারায়ণ কহিলেন “বরুণ ! এ বাজারটর নাম কি ?” বরুণ। ইহার নাম মাধব বাবুর বাজার। এই বাজারট ইউনিভারসিটি বিল্ডিংয়ের ঠিক দক্ষিণে । কলুটোলী-নিবাসী বাবু মাধবচন্দ্র দত্ত এই