পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা ぐっ>Q বাজারটা সংস্থাপন করায় ঐ নাম হইয়াছে। এক্ষণে মৃত গুরুদাস দত্তের পুত্রগণ এই বাজারের অধিকারী। দেবগণ দেখেন—মেছুনির স্বর্ণালঙ্কারে বিভূষিত হইয়া বাজারে বসিয়া মৎস্ত বিক্রয় করিতেছে এবং বাজারে যে সমস্ত লোক আসিতেছে, তাহদিগকে আদর করিয়া ডাকিতেছে—“ও বাবু, ও খ্যাংরাগুপো লম্বামুখে৷ বাবু, ভাল মাচ নিয়ে যাও ; জিয়ান্ত মাচ, এখনও লাফাচ্ছে।” দেবগণ দেখেন —কতকগুলি লোক মৎস্ত দ র করিতেছিল, দরে বনিবনাও না হওয়াতে যেমন তাহারা পশ্চাৎ ফিরিয়া প্রস্থান করিবার উদ্যোগ করিতেছে, অমনি মেছুনা মাগীরা তাহাদিগের গাত্রে আইস-জল ছিটাইয়া দিয়া কহিতেছে,—“একটু আঁস জল মেখে যাও, মাচ ত কিন্তে পাল্লে না, তবু এই আঁস-গন্ধে যদি ভাত গালে উঠে।” উপ। কৰ্ত্তা-জেঠা ! আমি একটু আঁস-জল মেখে আসবো ? ব্ৰহ্মা। কেন ? . উপ। অরুচি মত হয়েচে, ঐ আঁস-গন্ধে যদি চাটি ভাত গালে উঠে। নারা । আহা! উপর আমাদের দিন দিন স্বল্পবুদ্ধি খুলচে। বরুণ, অপর রাস্ত দিয়া চল । মেছুনী মাগীরা বড় দুষ্ট, ওদিক্ দিয়ে যাইবার আবশুকতা নাই। মাগীগুলো অত সোণা পেলে কোথায় ? বরুণ। অনেক বাবু উহাদের সঙ্গে— । এই বাজারটর আয় যথেষ্ট । এখানে প্রায় সকল প্রকার দ্রব্যাদি পাওয়া যায় । এই সময়ে এক ব্যক্তি চানী চুর ভাজি ভুড় কড়াকড়ি বোলে।” স্থর করিয়া হাকিতে হাকিতে চলিয়া যাইল । দেবগণ মেডিকেল কলেজের নিকট উপস্থিত হইলে পিতামহ কহিলেন, “বরুণ! এ বাড়ীটি কি ?” বরুণ। ইহার নাম মেডিকেল কলেজ বা চিকিৎসাবিদ্যালয়। এই বিদ্যালয়ে বালকদিগকে ইংরাজী চিকিৎসাশাস্ত্র শিক্ষা দেওয়া হয়।