૭ર૦ দেবগণের মর্ত্যে আগমন । বরুণ। কে জানে মদ খেয়ে কি বলচে । নারা । বরুণ । বিস্তর কুৎসিত ও কদাকার চেহারা দেখচি—এমন মূৰ্ত্তি ত কুত্ৰাপি দেখি নাই । মাগীগুলে। ঐ বেশে অন্ধকারে দাড়াই। থাকিলে পেত্নী বলিয়া ভয় হয় । এই সময় জাহাজের খাগাসির দলে দলে অসিয়া উপস্থিত হইল। মাষ্ট্র গুলো তাহাদিগের এক একটাকে যেন লুপে নিয়ে অদৃপ্ত হইল। উপ। বরুণ-কাকা! এখান হতে চল; মাগীগুলো মিন্সে-ধরা। বরুণ দেবগণকে গলি ঘূজির মধ্যে দিয়া হাড়কাটা গলির মধ্যে আনিয়। উপস্থিত করিলেন । ব্ৰহ্মা। বরুণ ! এ বাড়ীটি কাহার ? বরুণ । বড়ালদের । ব্ৰহ্মা। ইংরাজরাজ্যে সকলই অদ্ভুত । বরুণ। এতে আর অদ্ভূত হলো কি ? ব্ৰহ্মা । অদ্ভুত নয়। বেড়ালের এমন সুন্দর ও এত বড় বাড়ী করলে এর চেয়ে আর অদ্ভুত কি হতে পারে । বরুণ। আজ্ঞে বেড়াল নয় বড়াল । কিছু দূর অগ্রসর হইয়। বরুণ কহিলেন “এই স্থানে যত বাঙ্গালী বেতারা বাস করে। স্থানটি বদমায়ের্সীর প্রধান আড্ডা। আমাদের সৌভাগ্য যে বেণ্ডামাগীরা এক্ষণে ঘুমাইতেছে। সমস্ত রাত্রি জাগিয়া এই সময়ে মাগী গুলো ঘুমায় আবার সন্ধ্যাকালে সকলে উঠিবে এবং যাহার যেমন সম্বল সাজ গোজ করিয়া এই রাস্তাগুলায় ছুটাছুটি করিয়া তোলপাড় করিবে। ঐ সময়ে ইহার কি ভদ্র কি ইতর যাহাকে পায় হাত ধরিয়া টানাটানি করে। ঐ সময়ে আবার এই ব্যবসায়ের দালালেরাও রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়ায়।” ব্ৰহ্মা। এ স্থানের নাম কি ?
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।