পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা NRలి তার বেঙ্গ কাপড়ের দোকান করে দিয়াছে। মিন্সেগুলোকে যদি দেখ, মাথার চুল ফিরান, গারে পীরাণের উপর চোন ঘড়ী ব্যতীত বাহির হয় না। নারায়ণ মৃদ্ধস্বরে কহিলেন, "কলিকাতার এ ত বড় কম সুবিধা নয় } যাকৃ, বেটার বাড়ী আসে কখন ?” বরুণ। বড়টা আসে রাত্রি ২॥০ টার সময় । মেজটা আসে ৩ টার সময় এবং ছোটটা আসে উষাকালে । আড়াইটে রাত্রির পর হইতে পাড়ার লোকের ঘুমাবার যে থাকে না। বেটার এসে দ্বারে ঘন ঘন ঘ মারে, “ওগো দোর খোল” “দোর খোলো” শব্দে চীৎকার করে । এখান হইতে র্তাহারা বৌবাজারের মধ্যে প্রবেশ করিয়া দেখেন—নান। দ্রব্যের দোকান-শ্রেণী। দোকানের মধ্যে মিষ্টান্নের দোকানই অধিক। বরুণ কহিলেন, “এই বাজারের সন্দেশ বড় বিখ্যাত। এখানে অনেক বাঙ্গালী দোকানদার খুচরা দ্রব্যাদি নিলামে ক্রয় করিয়া আনিয়া বিক্রয় করিয়া যথেষ্ট লাভ করিয়া থাকে। বাজারটার অধিকারী বাবুমতিলাল শীল।” এই সময় দেবগণ দেখেন—একটা লোক সন্দেশ কিনিয়া মুটে ভাড়া করিতেছে এবং কহিতেছে, "ওরে মুটে ! কিছু মিষ্টদ্রব্য এবং কয়েক খান কাপড় লইয়া ভবানীপুরে আমার মেয়ের বাড়ী যেতে কি নিবি ?” মুটে আট আন চাহিল। লোকটী তাহার সহিত চারি আনা চুক্তি করিয়া সন্দেশ মাথায় তুলিয়া দিয়া বস্ত্র ক্রয় করিয়া দিতে চলিল । sist" বরুণ । পিতামহ । ডাক্তার সরকারের সায়েন্স সভা দেখুন। ব্ৰহ্মা । ডাক্তার সরকার কে ? 酸 বরুণ। ইহঁার নাম মহেন্দ্রলাল সরকার । এমন ডাক্তার কলিকাতায় দ্বিতীয় নাই ; ইনি হোমিওপ্যাথিক মতে চিকিৎসা করেন * । ইনি কলিকাতা মেডিকেল কলেজের একজন অত্যুৎকৃষ্ট ছাত্র। ১৮৬৩ খৃষ্টাব্দে

  • কয়েক বৎসর হইল ডাক্তার সরকারের মৃত্যু হইয়াছে।—সম্পাদক।