পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ఇ8 দেবগণের মর্ত্যে আগমন উক্ত কলেজের সৰ্ব্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হইয়া প্রথম স্থান অধিকার করেন। তদবধি ইনি অতি মুখ্যাতির সহিত এলোপ্যাথি চিকিৎসা করিতে থাকেন। পরে বিদ্যাসাগর মহাশয়ের প্ররোচনায় ও রাজেন্দ্র দত্তের দৃষ্টাস্তে ইনি হোমিওপ্যাথি চিকিৎসা আরম্ভ করেন, ও এ পর্য্যন্ত হোমিওপ্যাথি চিকিৎসা করিতেছেন। ইহঁার কলের পুস্তক হোমিওপ্যাথির একখানি শ্রেষ্ঠ পুস্তক । দেশে বিজ্ঞানচর্চার জন্ত ইনি প্রাণপণ যত্ব করিতেছেন। ইহঁরই যত্বে কলিকাতা বিজ্ঞানসভা প্রতিষ্ঠিত হয় । এই সভা বস্থবাজারে অবস্থিত । ইহার দ্বারা দেশে বিজ্ঞানচর্চার যথেষ্ট সুবিধা হইয়াছে। পিতামহ ! এই বহুবাজার বিড়ালের বের জন্ত বিখ্যাত । কোন বিখ্যাত জমীদার এখানে একটা বেস্তা রাখেন এবং ঐ বেস্তার সখের বিড়ালের “বে”তে বিস্তর টাকা ব্যয় করিয়া, বাট যাইয়৷ স্ত্রীকে সগৰ্ব্বে কহেন, “আমার মত জমীদার কে আছে ? আমি একটা বিড়ালের *বে”তে এত টাকা খরচ করিয়া আসিলাম।” তৎশ্রবণে র্তাহার স্ত্রী কহিলেন, “এমন লোকও আছে যে বানরের “বে”তে তোমার বেড়ালের বের খরচ অপেক্ষা বিশ গুণ টাকা ব্যয় করিয়াছেন।” বাবু তৎশ্রবণে কহিলেন, “তোমার মিথ্যা কথা, সে লোক কে ?” স্ত্রী শুনিয়া কহিলেন, *কেন আমার শ্বশুর,—তোমার “বে”তে ?” নারা। এখনও কি বিড়ালের পিতা বাবুর বিষয় আছে ? বরুণ । আছে। বিস্তর টাকার বিষয়—সহজে যাবে না । এখান হইতে সকলে বৌবাজার বৈঠকখানার মধ্যে যাইয়া প্রবেশ করিলেন এবং অনেক সুন্দর সুন্দর ছবি দেখিয়া প্রশংসা করিতে লাগিলেন । বরুণ কহিলেন, “প্রাতে ৭ ঘটিকা হইতে ১০ঘটিকা পৰ্য্যন্ত এবং অপরাহ্র ৩ ঘটিকা হইতে ৬ ঘটিকা পৰ্য্যন্ত এই স্থান সাধারণ দর্শকদিগের নিমিত্ত খেলা থাকে ।” এখান হইতে বহির্গত হইয়া পিতামহ কহিলেন, “বরুণ ! বাসায় চল,