পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা ു আজ আর মা ।” দেবগণ র্তাহার কথায় সক্ষত হইয়া বাসাভিমুখে চলিলেঙ্গ । যাইতে যাইতে বরুণ কহিলেন, “পিতামহ । আর্ট স্কুল দেখুন।” ব্ৰহ্মা । এ স্কুলে কি শিক্ষা দেওয়া হয় ? বরুণ । এখানে কারিগরি শিক্ষা দেয়—অর্থাৎ অঙ্কিত করা, ক্ষোদাই করা, প্রতিমূৰ্ত্তি নিৰ্ম্মাণ করা প্রভৃতি শিক্ষা দেওয়া হইয়া থাকে। এই বিদ্যালয়ের ছাত্রগণ কর্তৃক দেব-দেবীর প্রতিমূৰ্ত্তি সকল পূৰ্ব্বাপেক্ষ অনেক উন্নত আকারে অঙ্কিত হইয়া বাজারে বিক্রয় হইতেছে। ব্ৰহ্মা । বেশ বেশ–বর্তমান সময়ে চাকরীর যেরূপ অবস্থা, তাহাতে এইরূপ স্কুলের সংখ্যা যত বেশী হয় ততই ভাল। কলিকাতার স্বত্রধর ও কৰ্ম্মকারের বিদ্যা শিক্ষা দিবার কোন স্কুল আছে ? বরুণ । আজ্ঞে না ; ঐ স্কুল ঢাকা, রাচি, রঙ্গপুর প্রভৃতি স্থানে আছে। ব্ৰহ্মা । সেখানে থাকূলে কি হবে ? কলিকাতার মধ্যে দুই চাব্লিট থাকা উচিত । 够 এই সময় দেবগণ একটা বাড়ীর দ্বারের নিকট যাইয়া দেখেন—এক আশী বৎসরের বুড়ে,—চুলগুলি শাদা হইয়াছে, চক্ষে চশমা আছে, কহিতেছেন—“এ-এ-এ-তেওয়ারি । ছোট বাবু কোথায় ?”

  • আঙ্কে, আজ শনিবার, তিনি বাগানে গিয়াছেন।” *এ-এ-এ-মেজো, বড় ও সেজে বাবু ?” “আজ্ঞে, সকলেই বাগানে গিয়াছেন ।” *এ-এ-এ-আমি বুঝি এক বাড়ী থাকৃবে ? একখানা গাড়ী ডাক্‌ ৷” ইন্দ্র। বরুণ ! বাগানে কি ? বরুণ ! বাবুরা মোসাহেব ও বেস্তা লইয়া গিয়া আমোদ করেন। কলিকাতার ধনী বাবুদের মধ্যে র্যাহার বাগান নাই বা যিনি বাগানে যান ন, তিনি বাবুই নন। ঐ বাগানে বাবু যান, বাবুর রক্ষিতা বেগু। ধান

ও মোসাহেবরা যান। মোসাহেবদের সেবার জগু মাছ মাংস ও খাস্ত দ্রব্যের § 8 o