কলিকাতা ૬૨૧ ব্ৰহ্মা। বরুণ । এ কি ? কলিকাতা ইংরাজ রাজধানী না বদমায়েসের আডিডা ! দেবগণ বাসায় আসিলেন । উপ ইয়ারগণের বাসায় গেল। দেবগণ বসিয়া যখন কলিকাতার জুয়াচোর সম্বন্ধে কথোপকথন করিতেছিলেন, তখন উপ’র সমবয়স্কের এই গীতটি গাহিতেছিল। এবার আমি বুঝব হরে । ঐ যে ধ’রূবে চরণ লব জোরে। পিতা পুত্রে দেখা হ’লে একটী কথা কব তারে । সে যে পিতা হয়ে মায়ের চরণ হৃদে ধরে কোন বিচারে। ভোলানাথের ভুল ধ’রেছি, বলব এবার ধারে তারে । ভোলা আপন ভাল চায় যদি সে চরণ ছেড়ে দেক আমারে ॥ মায়ের ধন কি পায় না বেটায়, সে ধন নিলে কোন বিচারে । ভোলা মায়ের চরণ করে হরণ, মিছে মরণ দেখায় করে। প্রসাদ বলে বলবার নয় মা, ব’ল্লে পরে আপন পরে । মায়ের ধনে পুত্রের দাবী, সে ধন দিলি তোর কোন বাবারে ॥ দেবগণ গান শুনিয়া হাস্ত করিতে লাগিলেন । নারায়ণ কহিলেন, *ভোলাদার উপযুক্ত গান হয়েছে।” ব্ৰহ্মা। বরুণ। আমাদের উপ’ও গান ক’বৃচে নয় ? ছোড়ার গলাট ত মিষ্ট আছে, ওকে যাত্রার দলে দিলে হয় । বরুণ। এক্ষণে ব্যবসার মধ্যে যাত্রার ব্যবসাতে একটু লাভ আছে, ও গেলে সে পথও ঘুচে যাবে। ব্ৰহ্মা । বরুণ । ছেলেরা যে গানটা গাইলে, ঐ গানের শেষে ব’লচে– প্রসাদ বলে,—প্রসাদট কে ? এ ব্যক্তি উত্তম সঙ্গীত রচনা করেচেন ; ইহার বিষয় আমাকে বিশেষ করিয়া বল ।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।