Seeషి দেবগণের মর্ত্যে আগমন হইবে। কলিতে ছল, মিথ্যা, আলস্ত, হিংসা, দুঃখ, শোক, মোঙ্গ, ভয় ও দৈন্যদশার প্রাধান্ত হইবে। এই সময়ে মনুষ্যগণ ক্ষুদ্রদর্শী, অল্পভোগী ও. ধনহীন হইবে। প্রত্যেক গ্রাম ও নগর পাষণ্ড ও দস্থ্য দ্বারা পরিপূর্ণ থাকিৰে। ব্রাহ্মণের অত্যন্ত পেটুক হইবে, নিমন্ত্রণ হইলে জাতিবিচার করিবে না। স্ত্রীলোকেরা খৰ্ব্বাকৃতি, অধিকভোজী হইবে এবং বহু সন্তান প্রসব করিবে। তাছাদের লজ্জার হ্রাস হইবে । স্বামীরা গুরুর স্তায় স্ত্রীলের করিবে ও অত্যন্ত ন্ত্রৈণ হইবে। শূন্দ্রের ব্রাহ্মণের স্থায় গুণ প্রাপ্ত হইয়া ধৰ্ম্মচর্চা করিবে এবং ব্রাহ্মণের শূদ্রের স্থায় তাহাদিগের নিকট ব্যবস্থা লইতে যাইবে । অল্পকষ্ট, অতিবৃষ্টির প্রাচর্ভাব হইবে এবং লোকের অন্নবস্ত্র, পান-ভোজন-স্থান ও ভূমি থাকিবে না। যৎসামান্ত অর্থ লইয়া ভ্রাতৃবিচ্ছেদ ঘটিৰে । লোকে অন্নাভাবে মাত, পিতা, পুত্র, কল্প ও পত্নীকে প্রতিপালন করিতে সক্ষম হইবে না। স্ত্রী পুরুষ বালক বৃদ্ধ প্রত্যেককেই পরিশ্রম করিয়া খাদ্যদ্রব্য সংগ্ৰহ করিতে হইবে । কপট ধৰ্ম্ম প্রচারকের সংখ্যা বৃদ্ধি হইবে । দেশে বেদের চর্চ বিলুপ্ত হইয়া মন্ত্ৰ সকলের পাঠবিকৃতি হইবে ও ব্রাহ্মণের সেই সকল বিকৃত মন্ত্র পাঠ করিয়া নিজেদের ও যজমানদিগের সৰ্ব্বনাশ করিবে । বরুণ। যাহা বলিলেন, সমস্তই হইয়াছে। ইন্দ্র। কলিতে যখন পাপীর সংখ্যা এত বৃদ্ধি হইবে, তখন নরকে স্থান হইবে না । উপ। কতকগুলো নুতন নরক নিৰ্ম্মাণ করতে হবে। ব্ৰহ্মা। এই কালে লোকে দিনান্তে একবারমাত্র হরিনাম উচ্চারণ করিলে সৰ্ব্বপাপ হইতে মুক্ত হইবে । ইন্দ্র। কলিব্ধ শেষ দশাতে কিরূপ দাড়াইবে ? ব্ৰহ্মা। যখন পাপীর সংখ্যা অত্যন্ত বৃদ্ধি হইবে এবং লোকের জাতিবিচার ও ধশ্ববিচার থাকিবে না, লেই সময় নারায়ণ সম্বলপুরে বিষ্ণুৰ্যশার গৃহে
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।