কলিকাতা \LLE কদ্ধিরূপে জন্মগ্রহণ করিবেন এবং দেবদত্ত অশ্বারোহণে পুথিবী পরিভ্রমণ পূৰ্ব্বক কোটী কোটী পামওকে হস্তস্থিত খড়গ দ্বার শমনসদনে পাঠাইবেন। তৎপরে তাহার গাত্রের চন্দনগন্ধ বায়ু দ্বারা যে ব্যক্তির গাত্র স্পর্শ করিবে, সে সৰ্ব্বপাপ হইতে মুক্ত হইবে এবং আবার সত্যযুগ আরম্ভ হইবে। সেই · সময়ে চন্দ্র, স্বর্থ্য, এবং বৃহস্পতি এক রাশিতে মিলিত হইবেন । অনেক রজনী পৰ্য্যন্ত সকলে কলিমাহাত্ম্য শুনিয়া নিদ্রাভিভূত হইলেন এবং প্লাতে উঠিয়া কলের জলে স্নান করিলেন। পিতামহের সর্দিবোধ হওয়াম্ব অস্ত আর স্নান করিলেন না । ভিজা গামছাষ গাত্র মার্জন করিলেন। বরুণ কছিলেন, “ও কঁচি-পাকা জলে স্নান করিলে ভাল হইত ; নচেৎ সর্দি বসিয়া যাইলে বড় কষ্ট পাইবেন!” নারায়ণ কহিলেন, “অপরান্ধুে কতকগুলি গরম জিলাপী খাইবেন, সর্দির পক্ষে উৎ আমোঘ ঔষধ।” অন্ন ব্যঞ্জন প্রস্তুত করিয়া সকলে আহারে বসিবার উদ্যোগ করিয়া উপ’কে বারংবার ডাকিতে লাগিলেন । উপ -যাচ্চি” “যাচ্চি” বলিয়া বিলম্ব করিলে নারায়ণ কহিলেন ও কতকগুলো বাঙ্গালা ও ইংরাজী সংবাদপত্র দেখিয়া কি লিখিতেছে। দেবরাজ কহিলেন, “বোধ হয় হাত পাকাচ্চে, শুনেছে—হাতের লেখা ভাল না হ’লে কলিকাতায় চাকরী হয় না।” উপ’কে অনেক ডাকাডাকি করার পর আলিয়া আহারে বসিল । আহারান্তে পাণ তামাক খাইয়' দেবগণ বিশ্রাম করিতে লাগিলেন। পিতামহের শরীরটা অসুস্থ থাকায় অদ্য অপরাহ্রেই সকলে নগরভ্রমণে চলিলেন এবং মৃঙ্গাপুরষ্ট্রীটু দিয়া এলবার্ট কলেজ, রিপন কলেজ, চাপাতলার দীঘি ও কতকগুলো কাঠের গোল এবং চাপাতলার ডিসপেনসারি দেথির শিয়ালদহ ষ্টেশনে উপস্থিত হইলেন । নারা। বরুণ! এ ষ্টেশনটা বড় মুন্দর। এস্থানের নাম কি ? বরুণ। এই স্থানের নাম শিয়ালদহ । এই শিয়ালদহ ষ্টেশন হইতে পূৰ্ব্ববঙ্গ রেলওয়ে আরম্ভ হইয়া অনেকগুলি ভদ্রপল্লীর মধ্য দিয়া পদ্মানদী
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।