কলিকাতা Woxo দেখিয়া ক্যানিং বাজারের নিকটে যাইয়া উপস্থিত হইলেন এবং নারায়ণ কহিলেন, “বরুণ । এ স্থানটীর নাম কি ?” বরুণ । এই স্থানের নাম ক্যানিং বাজার । রাজপ্রতিনিধি লর্ড ক্যানিং এই বাজারটা প্রতিষ্ঠা করায় তাহার নামানুসারে ইহার নাম ক্যানিং বাজার হইয়াছে। পূর্বে এই স্থানে নাপিতের বাজার ভিন্ন অন্য বাজার না থাকায় ইংরাজ অধিবাসীদিগের কষ্ট হওয়ায় বাজারটা প্রস্তুত করা হয়। কিন্তু লোকসান হওয়ায় বাজারটা উঠিয়া গিয়াছে। ব্ৰহ্মা। এক্ষণে কি হয় ? বরুণ । এক্ষণে এখানে ক্যাম্বেল হাসপাতাল ও ক্যাম্বেল স্কুল বসিতেছে। ক্যাম্বেল স্কুলে বাঙ্গালা ভাষায় ইংরাজী চিকিৎসাশাস্ত্র শিক্ষা দেওয়া হয়। এই স্কুলের ছাত্রেরা পরীক্ষায় উত্তীর্ণ হইলে কম্পাউণ্ডার উপাধি * পাইয়। গবর্ণমেণ্টের অধীনে ২৫ টাকা বেতনের চাকরী পায়। স্কুলটা প্রতিষ্ঠা করিবার প্রধান উদেপ্ত—গবর্ণমেন্ট হাসপাতাল মাত্রেই একজন করিয়া.কম্পাউণ্ডার আবশু্যক, কিন্তু ঐ কাজ অশিক্ষিত লোকের হস্তে দিলে কি ঔষধ দিতে কি দিয়া বিপদ ঘটাইতে পারে ; এজন্য এই বিদ্যালয়ের উত্তীর্ণ ছাত্রদিগকে ঐ পদে নিযুক্ত করা হইয়া থাকে। তাহাতে চিকিৎসা করা ও ঔষধ দেওয়া উভয় কাজই সুচারুরূপে নিৰ্ব্বাহ হয় । মেডিকেল কলেজের যত পচা মড়া সৰ্ব্বশেষে এই স্কুলের ছেলেদের জন্ত আসিয়া থাকে । ইন্দ্র। বরুণ! ভিতরে চল না। ব্ৰহ্মা। ভিতরে গিয়া কি হবে ? পচা মড়ার গন্ধ শুকতে বুঝি বড় সাধ হয়েছে ?
- এক্ষণে ক্যাম্বেল স্কুলের পর ক্ষেত্তীর্ণ ছাত্রের হসপিটাল এস্ট্যিান্ট উপাধি পাইগ থাকেন।—সম্পাদকৃ ।