\'\ల দেবগণের মর্ত্যে আগমন বরুণ তৎপ্রবণে ক্যাম্বেল হাসপাতাল না দেখাইয়া দেবগণকে লইয়া বৌবাজারের আক্রর দত্তের বাড়ীর সম্মুখে জলের কলের নিকট যাইয় উপস্থিত হইলেন এবং কছিলেন, “পিতামহ । জলের কল দেখুন। পলতা, টালা ওয়েলিংটন স্কয়ার এই তিন স্থানে তিনটী জলের কল আছে । কলের দ্বারা জল আনিয়া এই স্থানে প্রথমে সংশোধন করা হয়, তৎপরে পাইপের দ্বারা লোকের বাড়ী বাড়ী ও রাস্ত ঘাটে বিতরণ করা হইয় থাকে । * ইন্দ্র। এখানে জল আনিয়া কোথায় সঞ্চিত হইতেছে ? বরুণ। এই স্থানে পূৰ্ব্বে ওয়েলিংটন স্কয়ার নামক একটি পুষ্করিণী ছিল । এক্ষণে সেই পুষ্করিণীটির জল শুষ্ক করিয়া গজগিরি করিয়া বাধান হইয়াছে। ঐ পুষ্করিণীর উপরট খিলান করা এবং ভিতরট উত্তমরূপ চুণ কাম করিয়া তাহাতে বালি প্রভৃতি যাহাতে জল বিশুদ্ধ হয় এমন সব দ্রব্য পরিপূর্ণ করা হইয়াছে । উপ। ভিতরে মেলা মড়ার হাড় আছে না ? · বরুণ। মড়ার হাড় থাকৃবে কেন ? উপ। তা না হ’লে জল পরিষ্কার হবে কেন ? গঙ্গার জল যে এত পরিষ্কার শুদ্ধ কেবল মড়ার হাড় থাকাতে । বরুণ । তুই থাম্। সেই পুষ্করিণীর উপর যে খিলান আছে, তদুপরি মাটি চাপ দিয়া স্থানে স্থানে কাজরি করিয়া দেওয়া হইয়াছে। ঐ দেখুন দেখা যাইতেছে । যখন আবঙ্গক হয়, বীজরি খুলিয়া জল পরীক্ষা করিয়া দেখা হইয়া থাকে। ঐ স্থানের মধ্যস্থলে দেখুন, একটী ফোয়ার রহিয়াছে । ঐ ফোয়ারা দিয়া জল উঠাইয়া পরিষ্কার হইয়াছে কি না দেখা গিয়া থাকে, তৎপরে উহার চতুষ্পাশ্বস্থ ঐ সমস্ত শুপাকার প্রস্তরের
- Moss biotid go orote Overhead reservoir fosse of... I of হইতে সমস্ত সহরে জল সরবরাহ করা হইয়া থাকে।—সম্পাদক ।