পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\'\ల দেবগণের মর্ত্যে আগমন বরুণ তৎপ্রবণে ক্যাম্বেল হাসপাতাল না দেখাইয়া দেবগণকে লইয়া বৌবাজারের আক্রর দত্তের বাড়ীর সম্মুখে জলের কলের নিকট যাইয় উপস্থিত হইলেন এবং কছিলেন, “পিতামহ । জলের কল দেখুন। পলতা, টালা ওয়েলিংটন স্কয়ার এই তিন স্থানে তিনটী জলের কল আছে । কলের দ্বারা জল আনিয়া এই স্থানে প্রথমে সংশোধন করা হয়, তৎপরে পাইপের দ্বারা লোকের বাড়ী বাড়ী ও রাস্ত ঘাটে বিতরণ করা হইয় থাকে । * ইন্দ্র। এখানে জল আনিয়া কোথায় সঞ্চিত হইতেছে ? বরুণ। এই স্থানে পূৰ্ব্বে ওয়েলিংটন স্কয়ার নামক একটি পুষ্করিণী ছিল । এক্ষণে সেই পুষ্করিণীটির জল শুষ্ক করিয়া গজগিরি করিয়া বাধান হইয়াছে। ঐ পুষ্করিণীর উপরট খিলান করা এবং ভিতরট উত্তমরূপ চুণ কাম করিয়া তাহাতে বালি প্রভৃতি যাহাতে জল বিশুদ্ধ হয় এমন সব দ্রব্য পরিপূর্ণ করা হইয়াছে । উপ। ভিতরে মেলা মড়ার হাড় আছে না ? · বরুণ। মড়ার হাড় থাকৃবে কেন ? উপ। তা না হ’লে জল পরিষ্কার হবে কেন ? গঙ্গার জল যে এত পরিষ্কার শুদ্ধ কেবল মড়ার হাড় থাকাতে । বরুণ । তুই থাম্। সেই পুষ্করিণীর উপর যে খিলান আছে, তদুপরি মাটি চাপ দিয়া স্থানে স্থানে কাজরি করিয়া দেওয়া হইয়াছে। ঐ দেখুন দেখা যাইতেছে । যখন আবঙ্গক হয়, বীজরি খুলিয়া জল পরীক্ষা করিয়া দেখা হইয়া থাকে। ঐ স্থানের মধ্যস্থলে দেখুন, একটী ফোয়ার রহিয়াছে । ঐ ফোয়ারা দিয়া জল উঠাইয়া পরিষ্কার হইয়াছে কি না দেখা গিয়া থাকে, তৎপরে উহার চতুষ্পাশ্বস্থ ঐ সমস্ত শুপাকার প্রস্তরের

  • Moss biotid go orote Overhead reservoir fosse of... I of হইতে সমস্ত সহরে জল সরবরাহ করা হইয়া থাকে।—সম্পাদক ।