পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা ఆలో উপর জল পতিত হওয়ায় ময়লা পরিষ্কার হয়, আবার ভিতরে প্রবেশ করে, এবং পাইপের মধ্য দিয়া লোকের বাড়ী বাড়ী যায়। প্রথমে কলের জল কলিকাতার লোকে পান করে নাই ; কিন্তু যখন সোমপ্রকাশসম্পাদক ৮দ্বারকানাথ বিদ্যাভূষণ সোমপ্রকাশে বুঝাইয় দেন—কলের জলে কোন দোষ নাই, তখন সকলে পান করে। ব্ৰহ্মা। বুদ্ধিবলে ইংরাজের জলকেও বশ করিয়াছে। বরুণ। ঐ দুঃখে আমি আমার জলাধিপতিত্বের কাজ একপ্রকার পরিত্যাগ করিয়াছি। তবে অনেককালের চাকরী, এজন্ত মায়াটা পরিত্যাগ করিতে না পারিয়া সময়ে অসময়ে এক আধ বার বারিবর্ধণ করিয়া থাকি । ফলে আমার আর কাজকৰ্ম্মে কোন সুখ নাই। এই গলীর মধ্যে অক্রর দত্তের বাড়ী। ঐ বাড়ীতে সাবিত্রী লাইব্রেরি নামে একটা সুন্দর পুস্তকালয় আছে। প্রসিদ্ধ হোমিওপ্যাথিক চিকিৎসক বাবু রাজেন্দ্র দত্ত এই পরিবারে জন্মগ্রহণ করেন। ব্ৰহ্মা। আমাকে তাহার বিষয় বল । বরুণ। রাজেন্দ্র দত্ত ১৮১৮ সালে জন্মগ্রহণ করেন। তাহার বিবিধ সদগুণের জন্য লোকে তাহাকে রাজা বাবু বলিয়া ডাকিত। তিনি শৈশবাবস্থায় পিতৃহীন হইয়াছিলেন । কিছুকাল অন্তর অধ্যয়ন করিয়া তিনি হিন্দু কলেজে প্রবিষ্ট হন। যথাসময়ে কলেজের পাঠ সমাপ্ত করিয়া কয়েক বৎসর মেডিকেল কলেজের অতিরিক্ত ছাত্ররূপে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেন। সেই সময় হইতেই চিকিৎসাশাস্ত্রে তাহার বিশেষ অনুরাগ জন্মে। চিকিৎসাবিদ্যায় পারদর্শী হইয়া দীন দরিদ্রের কষ্ট মোচন করিব, ইহাই তাহার ইচ্ছা । এই উদ্দেতে তিনি তাহার বন্ধু ডাক্তার দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের সহিত মিলিত হইয়া নিজ বাটতে একটা ঔষধালয় প্রতিষ্ঠিত করেন । এই ঔষধালয় হইতে দরিদ্র ব্যক্তিদিগকে বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হইত। এই সময় হোমিওপ্যাধিক