পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা Woo বরুণ। ইহাতে ভাড়াটের বাস করে। ভাড়াটেদিগের মধ্যে ইহুদীদিগের সংখ্যাই বেশী। এই টরেটার জুতা বড় বিখ্যাত। এখানকার নাকচাদী, তোতা এবং লালচাদ প্রভৃতির দোকানের জুতা বড় মজমুদ । ইহাদের দোকানে জুতা ফরমাজ দিলে নির্দিষ্ট দিনে পাওয়া যায়। জুতাগুলি এক বৎসর পর্য্যস্ত টেকিয় থাকে। কলিকাতার অধিকাংশ বড় লোক এই স্থান হইতে জুতা খরিদ করেন। এখানে ৬০৬৫ টাকা মূল্যেরও জুতা পাওয়া যায়। প্রত্যেক জুতার দোকানে অর্ডার লইবার জন্য একজন করিয়া কেরাণী আছে। এখান হইতে যাইতে যাইতে বরুণ কহিলেন, “পিতামহ ! ফৌজদারী বালাখানা। দেখুন। পূৰ্ব্বে কলিকাতার যাবতীয় ফৌজদারী মকদম। এই স্থানে হইত বলিয়া ঐ নাম হইয়াছে। এক্ষণে একজন ধনী মুসলমান এই বাড়ী খরিদ করিয়াছেন।” এখান হইতে সকলে মাধব দত্তের বাড়ী দেখিয়া হীরালাল শীলের বাড়ীর নিকট উপস্থিত হইলে দেবরাজ কছিলেন, “বরুণ । ওদিকের ঐ গলির মধ্যের বাড়ীতে কি হয় ?” বরুণ। ঐ গলির ভিতরে বঙ্গবাসী নামক একখানি সংবাদপত্র বাহির হয় । বঙ্গবাসী আধুনিক বাঙ্গালা সংবাদপত্রের মধ্যে সৰ্ব্বাপেক্ষ পুরাতন । ব্ৰহ্মা। সম্মুখে এ বাড়ীটি কাহার ? বরুণ। হীরালাল শীলের। ইনি সুপ্রসিদ্ধ মতিলাল শীলের পুত্র। ব্ৰহ্মা। মতিলাল শীলের বিষয় আমাকে বল । বরুণ। ইনি ১৯৯৮ সাল ( ১৭৯১ খৃঃ অব্দে ) কলিকাতার কলুটোলার জন্ম গ্রহণ করেন । ইহঁর পিতার নাম চৈতন্যচরণ শীল । ইহঁার জাতিতে

  • বঙ্গবাসী অফিস এক্ষণে ভবানীচরণ স্বত্তের গলিতে উঠিয়া গিয়াছে। এক্ষণে কলুটোলায় হিতবাদী অফিস আছে।—সম্পাদক । ,

8?