পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७8२ দেবগণের মর্ত্যে আগমন স্বর্ণবণিকৃ। চৈতন্যচরণ শীল মধ্যবিত্ত লোক ছিলেন। তিনি বস্ত্রব্যবসা দ্বারা জীবিক নিৰ্ব্বাহ করিতেন । মতিশীলের পাঁচ বৎসর বয়ঃক্রম কালে পিতৃবিয়োগ হয়। ইনি বাল্যকালে গুরুমহাশয়ের বিদ্যালয়ে বিদ্যাশিক্ষা করিয়াছিলেন । ১৮ বৎসর বয়ঃক্রম কালে ইহার বিবাহ হয় এবং শ্বশুরের সমভিব্যাহারে বৃন্দাবন, জয়পুর প্রভৃতি তীর্থ পরিভ্রমণ করিয়া ১২২২ সালে ( ১৮১৫ ) খ্ৰীঃ অব্দে ) কলিকাতায় প্রত্যাগমন করেন । কলিকাতার গড়ে প্রথমে ইহার একটী সামান্ত কৰ্ম্ম হয়। এই কৰ্ম্ম করিতে করিতে ব্যবসা করিবার সূত্রপাত করেন এবং ১২২৬ সালে ( ১৮১৯ খ্ৰীঃ অব্দে ) বোতল ও কর্কের ব্যবসা আরম্ভ করেন। ইনি বোতলের কর্ক বিক্রয় দ্বারা যথেষ্ট লাভ করেন এবং সেই লাভেই ইহার লক্ষ্মীশ্ৰী হয় । ইহার পর কেল্লার কৰ্ম্ম পরিত্যাগ করিয়া কাপ্তেনদিগের মুচ্ছদিগিরি কৰ্ম্ম করিতে আরম্ভ করেন। বিলাত হইতে যে সকল দ্রব্যাদি আসিত, বিক্রয় করিয়া দিতেন এবং এদেশ হইতে যে সকল দ্রব্যাদি বিলাতে যাইত, ক্রয় করিয়া দিতেন । নয় বৎসর এই কাজ করিয়া বিলক্ষণ ধনবান হন। ২৩৫ সালে ইনি তিনটী ইউরোপীয় হাউসের মুচ্ছদি পদে নিযুক্ত হন। এইরূপে মতিলাল শীল বিলক্ষণ সঙ্গতিপন্ন লোক হইয় উঠেন। ১২৪৯ সালে ( ১৮৪২ খ্ৰীঃ অব্দে ) ইনি একটা বিদ্যালয় স্থাপন করেন। এই বিদ্যালয়ের নাম শীল্স ফ্রি কলেজ । এই বিদ্যালয়টকে এক্ষণে শীলস্ ফ্রী স্কুল বলিয়া থাকে। ইহাতে বালকগণকে বিনা বেতনে বিদ্যাশিক্ষা দেওয়া হয়। ইনি বেলঘরিয়া নামক স্থানে একটা অতিথিশালা প্রতিষ্ঠা করিয়াছিলেন, ঐ অতিথি শালায় অদ্যাপি প্রায় ৪৫ শত লোক প্রত্যহ আহার করিয়া থাকে। ১২৬১ সালে (১৮৫৪ খ্ৰীঃ অব্দে ) ইহঁর মৃত্যু হয়, মৃত্যুকালে ইহার বয়ঃক্রম ৬০ বৎসর মাত্র হইয়াছিল l কলিকাতার মধ্যে সোণার বেণেরাই বড়মানুষ । বেণে পাচ প্রকার, তন্মধ্যে সোণার বেণে ও গন্ধবেণে বিখ্যাত। গন্ধবেণের জল অনেকে খায়,