পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা ఆ8ళి কিন্তু সোণার বেণের জল স্পর্শ করে না। তবে আজ কাল, বিশেষতঃ কলিকাতায়, সে সমস্ত বিচার কেহ করে না। এখন কলিতে সব একাকার। ব্ৰহ্মা। কেন, সোণার বেণের এত নীচু হইবার কারণ কি ? বরুণ। বৈদ্যবংশীয় রাজা বল্লালসেন ইহঁাদিগকে নীচ করেন? ব্ৰহ্মা । বল্লালসেন কে ? বরুণ। রাজা বল্লাল সেন কুলীন ও মৌলিক শ্রেণী বদ্ধ করেন। তিনি ঢাকার অন্তর্গত রামপাল নামক স্থানে বাস করিতেন। অদ্যাপি ঐ স্থানে একটা প্রশস্ত পরিখা-বেষ্টিত র্তাহার প্রকাও বাড়ী ভগ্নাবস্থায় দেখিতে পাওয়া যায় । ইন্দ্র । বেণের বড় লোভী, ঠাকুরের গহনার সোণাও চুরি করে। বরুণ। উহার পরিবারের গহনার সোণ চুরি করে ঠাকুর ত মাথায় থাক । ইন্দ্র । সম্মুখে দেখা যাচ্চে ওটা কি ? বরুণ। ওটা আস্তাবল। ইহঁদের আস্তাবল বড় বিখ্যাত। অবিকল কুক সাহেবের আড়গড়ার দ্যায়। বাটীর সম্মুখের বাগানে ওটা বৈঠকখানা । তাহার একস্থানে উপস্থিত হইলে বরুণ কহিলেন, “পিতামহ । ওরিয়্যাণ্টাল গ্যাস রিফাইন করিবার স্থান দেখুন।” ব্ৰহ্মা। এখানে কি হয় ? বরুণ । যেমন বৌবাজারের জলের কলে জল পরিষ্কার হইয়া লোকের বাড়ী বাড়ী যায়, তেমনি এই স্থানে গ্যাস পরিষ্কার হইয়া লোকের বাড়ী বাড়ী ও রাস্তাঘাটে চালিত হয়। এই গ্যাস নারিকেলডাঙ্গ নামক স্থানে পাথুরে কয়লা হইতে প্রস্তুত হইয়। এই স্থানে আইসে ; তৎপরে কলের দ্বারা পরিষ্কার হয় । ব্ৰহ্মা । ইংরাজ-ক্ষমতাকে শত শত ধন্যবাদ । যে জাতি জল ও বম্পিকে ক্ষমতামত চালাইতে পারে, তাহার অসাধ্য কাজ কিছুই নাই ।